নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি ভারতীয় দলের 'হাফ ক্যাপ্টেন'। ধোনি না খেললে অধিনায়ক বিরাট কোহলিকেও স্বস্তিতে থাকতে দেখা যায় না। মন্তব্য বিষাণ সিংহ বেদীর।


অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ দুই ম্যাচে খেলবেন না ধোনি। তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। জাতীয় দলের প্রাক্তন অধিনায়ক তথা কিংবদন্তি স্পিনার যা নিয়ে বলেছেন, 'আমি মন্তব্য করার কেউ নই, তবে আমরা ভেবে পাচ্ছি না কেন ধোনিকে বিশ্রাম দেওয়া হল। গতকাল ওর অভাব অনুভূত হয়েছে। স্টাম্পসের পিছনে, ব্যাটিংয়ে, ফিল্ডিং করার সময় - সর্বত্র। এই দলের অধিনায়কের অর্ধেক দায়িত্ব তো ও-ই পালন করে।'

ধোনির অবসর নিয়ে নানারকম জল্পনা চলছে। বিশ্বকাপে ধোনিকে খেলানো ঠিক হচ্ছে কি না, তা নিয়েও বিতর্কের শেষ নেই। তবে বেদী জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়কের পাশেই দাঁড়িয়েছেন। বলেছেন, 'ধোনির বয়স কমছে না। তবে দলের ওকে প্রয়োজন। দলের উপর ওর শান্ত ভাবমূর্তির একটা প্রভাব পড়ে। অদিনায়কের ওকে দরকার। ধোনি না থাকলে কোহলিকে স্বস্তিতে দেখায় না। সেটা ভাল লক্ষণ নয়।'

বিশ্বকাপের আগে ভারতীয় দল অযথা পরীক্ষানিরীক্ষা চালাচ্ছে বলেও জানিয়েছেন বেদী। তাঁর কথায়, 'ওদের বর্তমানে থাকা উচিত। বিশ্বকাপের এখনও দুমাস বাকি। ক্রিকেটটা খেলে যাও। বিশ্বকাপের জন্য গত এক বছর ধরে পরীক্ষা চালানো হচ্ছে যাতে আমি একেবারেই খুশি নই।' বেদীর আশঙ্কা, 'আইপিএলে যে কেউ চোট পেয়ে যেতে পারে। ফ্র্যাঞ্চাইজির হয়ে একশো শতাংশ দেবে না, সেটা ভাবা যায় না।'