যথেষ্ট অভিজ্ঞতা আছে, ধোনিরই অধিনায়ক থাকা উচিত, মত কপিলের
Web Desk, ABP Ananda | 17 Dec 2016 05:19 PM (IST)
চেন্নাই: ভারতের একদিনের ও টি-২০ দলের অধিনায়ক হিসেবে মহেন্দ্র সিংহ ধোনিকেই দেখতে চাইছেন কপিল দেব। টেস্টে বিরাট কোহলির নেতৃত্বে ভারতীয় দল অসাধারণ পারফরম্যান্স দেখানোয় অনেকেই তাঁকে সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটেও অধিনায়ক করার দাবি তুলেছেন। তবে এই দাবির সঙ্গে একমত নন কপিল। তাঁর মতে, ‘আমরা ধোনিকে পিছনের আসনে দেখতে চাই কি না সেই প্রশ্নের উত্তর খোঁজা উচিত। এটা বেশি গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, ধোনি যদি ভাল খেলার মতো অবস্থায় থাকে, তাহলে ওরই অধিনায়ক থাকা উচিত। সময় এলে ক্রিকেটের তিন ফর্ম্যাট থেকেই সরে যেতে পারে ধোনি। তবে এই মুহূর্তে ধোনির ভাল পারফরম্যান্স জরুরি। ও ভাল খেলছে, যথেষ্ট অভিজ্ঞতাও আছে। তাই ওরই অধিনায়ক থাকা উচিত।’ ধোনির সঙ্গে কোহলির তুলনা করতে নারাজ কপিল। তাঁর মতে, এখনই এই তুলনা করার সময় আসেনি। তাঁরা আলাদা ধরনের ব্যক্তিত্ব। কোহলি সবসময় আবেগ প্রকাশ করেন। কিন্তু ধোনি খুব শান্ত। তাঁদের আচরণ এবং দল আলাদা। তাই তুলনা করা খুব কঠিন। পরিস্থিতি বদলে গিয়েছে। আগামীকাল হয়তো কেউ প্রশ্ন করবে, ধোনি ও কোহলির সঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের তুলনা করা যায় কি না। সব অধিনায়কই নিজস্ব চিন্তাভাবনা, আগ্রাসন এবং প্রেরণা কাজে লাগান। তবে এগুলি কতটা ভালভাবে ব্যবহার করা যায়, তার উপরেই দলের সাফল্য নির্ভর করে। এটাই অধিনায়কত্ব। এমন নয় যে আক্রমণাত্মক হতেই হবে। আক্রমণাত্মক না হয়েও যদি ম্যাচ জেতা যায়, তাহলে সেটাই ভাল। ভারতীয় দলের বর্তমান পেসার ভুবনেশ্বর কুমার, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মহম্মদ শামির প্রশংসা করে কপিল বলেছেন, ঘণ্টায় ১৩৫ কিমি গতিতে বল করতে পারলেই একজনকে ভাল বোলার বলা যায়। কিন্তু ১৪০ কিমি গতিতে বল করার সঙ্গে লাইন ও লেংথ ঠিক রাখাও জরুরি। ভারতের বোলাররা দ্রুতগতিতে বল করছে দেখে ভাল লাগে। ভারতের ফিল্ডিং নিয়েও খুশি কপিল। তাঁর মতে, ভারতের ফিল্ডিংয়ের উন্নতি হয়েছে। তবে রঞ্জি ট্রফির ম্যাচ নিরপেক্ষ মাঠে হওয়া এবং দিন-রাতের টেস্ট ম্যাচের ঘোর বিরোধী কপিল। তাঁর বক্তব্য, উইম্বলডন যেমন ঘাসের কোর্টেই খেলা হয়, তেমনই টেস্টের ঐতিহ্য ধরে রাখা উচিত। নিরপেক্ষ মাঠে রঞ্জি ম্যাচের সিদ্ধান্ত ভয়ঙ্কর। এই সিদ্ধান্ত অনর্থক। এটা বদলানো উচিত।