কোহলির সেঞ্চুরি, কিন্তু হাফসেঞ্চুরি করেও এ ক্ষেত্রে এগিয়ে ধোনিই
অ্যাডিলেডের ম্যাচে ধোনি আরও একবার দেখিয়ে দিলেন, কেন তাঁকে একদিনের ক্রিকেটার অন্যতম সেরা ফিনিশার বলা হয়।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই তালিকায় ধোনিই রয়েছেন এক নম্বরে। ধোনি দলে থাকাকালে ভারত রান তাড়া করে যে ম্যাচগুলিতে জিতেছে, সেখানে তাঁর ব্যাটিং গড় ৯৯.৮৫।
ভারতীয় দলের অধিনায়ক কোহলিকে এমনিতেই চেজ মাস্টার বলা হয়। রান তাড়া করার ক্ষেত্রে তাঁর দক্ষতা সুবিদিত। কিন্তু রান তাড়া করে দলের জেতা ম্যাচগুলিতে তাঁর গড় ৯৯.০৪। এক্ষেত্রে ধোনির থেকে কিছুটা পিছিয়ে তিনি।
৮৬.২৫ গড়ে এই তালিকায় তৃতীয় স্থানে অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটসম্যান মাইকেল বিভান।
এবি ডিভিলিয়ার্স যখন খেলতেন তখন দক্ষিণ আফ্রিকার রান তাড়া করে জেতা ম্যাচগুলিতে তাঁর গড় ছিল ৮২.৭৭। এই তালিকায় ডিভিলিয়ার্স রয়েছেন চতুর্থ স্থানে।
দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে চলতি তিন ম্যাচের সিরিজে সমতা ফেরাল ভারত। অ্যাডিলেডে ভারতের এই জয়ে পিছনে রয়েছে বিরাট কোহলির শতরান ও মহেন্দ্র সিংহ ধোনির অপরাজিত অর্ধশতরানের ইনিংস। একদিনের ক্রিকেটে (ন্যূনতম ২৫ টি ম্যাচ) রান তাড়া করে দলের জেতা ম্যাচগুলিতে একটি বিষয়ে কোহলিকে ছাপিয়ে গেলেন ধোনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -