কোহলি ও ধোনির ইনিংসের প্রশংসা করে সহবাগ বললেন,'পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত'!
উল্লেখ্য, প্রথম ম্যাচে ৯৩ বলে ৫১ রান করেছিলেন ধোনি। ম্যাচ হারার পর সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ ধোনির মন্থর ইনিংসকে হারের কারণ বলে মন্তব্য করেন। আবার কেউ কেউ ধোনির জায়গায় ঋষভ পন্তকে দলে নেওয়ার দাবিও জানিয়েছিলেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসচিনের ট্যুইট, অসাধারণ ইনিংস বিরাটে। ধোনি নিজের ভূমিকা দুর্দান্তভাবে পালন করে ভারতকে জয় এনে দিল।
বীরেন্দ্র সহবাগের ট্যুইট, পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত!দুরন্ত ইনিংস বিরাটের। দারুনভাবে ম্যাচটা ফিনিশ করল ধোনি ও কার্তিক। ৪-৫-৬ নম্বররা ম্যাচ জেতানো ইনিংস খেলছে, এমন কয়েকটা ম্যাচের দরকার।
ধোনির ইনিংসের তারিফ করে ভিভিএস লক্ষ্মণ বলেছেন, দুর্দান্তভাবে রান তাড়া করল ভারত। বিরাটের ব্যাটে আরও একটা শতরান এল, খুব সাবলীল ইনিংস। ধোনিকে এত সুন্দরভাবে ম্যাচ ফিনিস করতে দেখে ভালো লাগল। শেষের দিকে কার্তিকের ক্যামিওটা খুবই গুরুত্বপূর্ণ।
ধোনির প্রশংসা করে রবিচন্দ্রন অশ্বিন বলেছেন, ভারতের ঝুলিতে আর একটা জয় এনে দিলেন ধোনি। এটা চ্যাম্পিয়ন ইনিংস।
এদিনের ম্যাচে জয়ের জন্য ভারতীয় দল ও অধিনায়ক কোহলিকে অভিনন্দন জানিয়ে হরভজন সিংহর তাঁর ট্যুইটে লিখেছেন, ধোনিকে পুরানো মেজাজে দেখে বেশ ভালো লাগল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে ছয় উইকেটে হারিয়ে দিল ভারত। এই জয়ের ফলে সিরিজে সমতা ফেরাল বিরাট কোহলির দল। জয়ের জন্য ২৯৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অধিনায়ক বিরাট কোহলি ১০৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। সেইসঙ্গে পুরানো ছন্দে দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে। অপরাজিত ৫৫ রানের ইনিংস খেলে দলকে জয়ের দরজায় পৌঁছে দিলেন তিনি। ধোনির এই ইনিংসের প্রশংসায় পঞ্চমুখ তাঁর প্রাক্তন সহ খেলোয়াড়রা। তাঁরা বলছেন, ধোনি অন্যতম সেরা ফিনিসার।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -