নয়াদিল্লি: জুলাই ৯। ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট গ্রাউন্ডে বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি ভারত বনাম নিউজিল্যান্ড। ওটাই ‘শেষবার’। ভারতীয় ক্রিকেট দলের কিংবদন্তীকে ওই ম্যাচেই শেষবার উইকেটকিপিং এবং ব্যাটিং করতে দেখা গিয়েছিল। এরপর কেটে গিয়েছে মাস তিনেক। এরই মধ্যে ভারত ওয়েস্ট ইন্ডিজ সফর করে এসেছে। এখন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলছে। মহেন্দ্র সিংহ ধোনি থেকেও ‘নেই’। অগাস্টে ভারতীয় সেনা জওয়ানদের সঙ্গে কাটালেন। রাইফেল নিয়ে টহল দিলেন জম্মু-কাশ্মীরে। অথচ ব্যাট হাতে তাঁকে পাওয়া গেল না। নিজেকে নির্বাচনের বাইরে রেখেছেন প্রাক্তন ভারত অধিনায়ক। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন সিরিজেও কি তাঁকে দেখা যাবে? জানা নেই! বোর্ডের কাছে উত্তর নেই। অধিনায়কের কাছে উত্তর নেই। জানেন না কোচও।


ধোনির সঙ্গে দীর্ঘদিন দেখা হয়নি। ক্রিকেটে ফিরতে চাইলে এখনই ওকে সিদ্ধান্ত নিতে হবে, সাক্ষাৎকারে জানালেন ভারতীয় দলের হেডস্যার রবি শাস্ত্রী। ইংরাজি ভাষায় প্রকাশিত দৈনিকের একটি সাক্ষাৎকারে রবি শাস্ত্রী বলেছেন, “ফিরে আসতে চাইলে ওকে (ধোনি) এখনই সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বকাপের পরে আর দেখা হয়নি। ওকে আগে খেলা শুরু করতে হবে, বাকিটা পরে দেখা যাবে।” একই সঙ্গে শাস্ত্রী বলেন, “আমাদের মহান ক্রিকেটারদের তালিকায় ও (ধোনি) তালিকার একেবারে ওপরের দিকে থাকবে।”


সম্প্রতি ক্রিকেটে না এলেও ফুটবল ময়দানে পা রেখেছেন মাহি। মুম্বইয়ে একটি প্রদর্শনী ম্যাচে টেনিস তারকা লিয়েন্ডার পেজের সঙ্গে মাহিকে ফুটবল খেলতে দেখা গিয়েছে। তারও আগে আমেরিকায় ধোনিকে দেখা গিয়েছে গল্ফ খেলতে।