কলকাতা: শনিবারের ইডেন ফের দেখল অধিনায়ক ধোনিকে। অপশনাল প্র্যাকটিস থাকায় ছিলেন না অধিনায়ক বিরাট কোহলি, যুবরাজ সিংহ, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, লোকেশ রাহুল, হার্দিক পাণ্ড্যরা। ভারতের প্রধান কোচ অনিল কুম্বলেও ছিলেন না। তাঁদের অনুপস্থিতিতে অনুশীলনে নেতৃত্বভার নিজের কাঁধেই তুলে নিলেন ভারতের সফলতম অধিনায়ক ধোনি। তিনি অধিনায়ক থাকার সময় যেভাবে পিচ পরিদর্শন করতেন, মাঠকর্মীদের সঙ্গে কথা বলতেন, এদিনও সেটাই দেখা গেল। জাতীয় নির্বাচক তথা বাংলার প্রাক্তন অধিনায়ক দেবাঙ্গ গাঁধীর সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন ধোনি। এরপর তিনি সতীর্থদের পেপ টকও দিলেন।


আজ সকালে ভারতীয় দল ঘণ্টাদুয়েক অনুশীলন করে। ধোনির সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। গতকাল চোটের অবস্থা পরীক্ষা করার জন্য হাসপাতালে গেলেও, আজ অনুশীলনে হাজির ছিলেন শিখর ধবন। তিনি বেশ নেটে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন। চোটের কোনও লক্ষণ দেখা গেল না।


ভারতের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ভুবনেশ্বর কুমার বলেছেন, ধবনের কোনও সমস্যা নেই। তিনি আগামীকাল খেলার মতো অবস্থাতেই আছেন। যদিও ধবনকে আগামীকাল প্রথম একাদশে দেখা যাবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই বাঁ হাতি ওপেনার। তাঁর বদলে আগামীকাল অজিঙ্ক রাহানেকে খেলতে দেখা যেতে পারে।