আজ সকালে ভারতীয় দল ঘণ্টাদুয়েক অনুশীলন করে। ধোনির সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গার। গতকাল চোটের অবস্থা পরীক্ষা করার জন্য হাসপাতালে গেলেও, আজ অনুশীলনে হাজির ছিলেন শিখর ধবন। তিনি বেশ নেটে কিছুক্ষণ ব্যাটিং অনুশীলন করলেন। চোটের কোনও লক্ষণ দেখা গেল না।
ভারতের বোলিং আক্রমণের অন্যতম ভরসা ভুবনেশ্বর কুমার বলেছেন, ধবনের কোনও সমস্যা নেই। তিনি আগামীকাল খেলার মতো অবস্থাতেই আছেন। যদিও ধবনকে আগামীকাল প্রথম একাদশে দেখা যাবে কি না, সেটা এখনও স্পষ্ট নয়। চলতি সিরিজের প্রথম দুটি ম্যাচে মোটেই ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি এই বাঁ হাতি ওপেনার। তাঁর বদলে আগামীকাল অজিঙ্ক রাহানেকে খেলতে দেখা যেতে পারে।