মেলবোর্ন: মহেন্দ্র সিংহ ধোনিতে মজেছেন অস্ট্রেলিয়া দলের কোচ জাস্টিন ল্যাঙ্গারও। গতকাল একদিনের সিরিজের নির্ণায়ক তথা তৃতীয় ম্যাচে রান তাড়া করতে নেমে দুরন্ত ইনিংস খেলেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক এবং দলকে জিতেয়ে মাঠ ছেড়েছেন। একদিনের সিরিজ জিতেছে ভারত। গতকালের ম্যাচের পর ল্যাঙ্গার বলেছেন, ধোনি মহাতারকা ও ক্রিকেটের সর্বকালের সেরাদের একজন।
মেলবোর্নের ম্যাচে ধোনির ১১৪ বলে ৮৭ রানের ইনিংসে ভর করে ভারত ২-১ সিরিজ জিতেছে। রান তাড়া করার ক্ষেত্রে ভারতীয় ইনিংসে অ্যাঙ্করের ভূমিকা নিয়েছিলেন মাহি।
৩৭ বছর বয়সেও ধোনি যেভাবে ফিটনেস ধরে রেখেছেন, তা দেখে বিস্মিত অজি কোচ। তিনি বলেছেন, ধোনির বিরুদ্ধে খেলা তাঁর তরুণ দলের কাছে একটা শিক্ষামূলক অভিজ্ঞতা।
ম্যাচের পর সাংবাদিক বৈঠকে ল্যাঙ্গার বলেছেন, ধোনির এখন ৩৭ বছর বয়স। কিন্তু ওর রানিং বিট্যুইন দ্য উইকেট ও ফিটনেস এখনও সেরা মানের। এখানে তিনটি দিন ও দৌড়ে এত রান করল। একটা দিন তো তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি। এরমধ্যে এমন খেলা-সত্যিই ও এই খেলার সুপারস্টার।
ল্যাঙ্গার বলেছেন, বিরাট কোহলি ও চেতেশ্বর পূজারা টেস্টে সিরিজে যেমন রোড মডেল ছিল, তেমনই রোল মডেল ধোনি। অধিনায়ক, ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবে ধোনির রেকর্ডও ওর হয়ে কথা বলবে। ও সর্বকালের সেরা এবং এ ধরনের খেলোয়াড়দের বিরুদ্ধে খেলতে পারাটাও একটা বড় ব্যাপার।
০ এবং ৭৪ রানে ধোনির ক্যাচ পড়েছে। এর খেসারত দলকে চোকাতে হয়েছে বলে মন্তব্য করেছেন ল্যাঙ্গার। একইসঙ্গে তিনি বলেছেন, কীভাবে এ ধরনের রান তাড়া করতে হয় ধোনির এই ইনিংস তাঁদের দলের তরুণ ব্যাটসম্যানদের কাছে শেখার বিষয়।
ধোনি সুপারস্টার, সর্বকালের অন্যতম সেরা, বললেন ল্যাঙ্গার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Jan 2019 01:16 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -