কলম্বো: ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির প্রশংসায় পঞ্চমুখ কোচ রবি শাস্ত্রী। তাঁর মতে, ধোনি অর্ধেকও ফুরিয়ে যাননি। তিনি অবশ্যই ২০১৯ বিশ্বকাপে ভারতীয় দলে থাকবেন।
শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজ শুরু হওয়ার আগে ধোনির ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছিল। তবে পারফরম্যান্সের মাধ্যমে সেই জল্পনা থামিয়ে দিয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। শেষ তিন ইনিংসে তাঁর রান যথাক্রমে অপরাজিত ৪৫, ৬৭ ও ৪৯। গতকাল ৩০০-তম একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
ধোনি সম্পর্কে শাস্ত্রী বলেছেন, ‘দলে এম এস ধোনির বিশাল প্রভাব আছে। ও ড্রেসিংরুমের জীবন্ত কিংবদন্তী এবং ক্রিকেটের অলঙ্কার। ও শেষ হয়ে গিয়েছে, এটা কোনওভাবেই বলা যাবে না। ও অর্ধেকই শেষ হয়নি। যদি কেউ ভেবে থাকে ধোনি শেষ হয়ে গিয়েছে, তাহলে তার জন্য অনেক বিস্ময় অপেক্ষা করে আছে।’
ধোনিকেই দেশের সেরা উইকেটকিপার বলে আখ্যা দিয়ে শাস্ত্রী বলেছেন, ‘ব্যাটিং পরিসংখ্যান বাদ দিন, সংক্ষিপ্ত ওভারের ক্রিকেটে দেশের সেরা উইকেটকিপারও ধোনি। আর কী চাই? ও অনেকদিন ধরে খেলছে বলেই অন্য কাউকে দলে নিতে হবে? ধোনিই দেশের সেরা। ৩৬ বছর বয়সে সচিন তেন্ডুলকর বা সুনীল গাওস্করের অন্য কাউকে কি দলে নিতে চাইবে কেউ? তাই ধোনিকেও সরানোর প্রশ্নই নেই।’
২০১৯ বিশ্বকাপের আগে ভারত ৪০টি একদিনের ম্যাচ খেলবে। এই ম্যাচগুলিতে ক্রিকেটারদের ঘুরিয়ে-ফিরিয়ে খেলানো হবে এবং পরীক্ষা-নিরীক্ষা করা হবে বলে জানিয়েছেন শাস্ত্রী। তিনি আরও বলেছেন, ফিটনেসের ক্ষেত্রে আপস করা হবে না। ফিটনেসের কারণেই বাদ দেওয়া হয়েছে যুবরাজ সিংহ, সুরেশ রায়নার মতো অভিজ্ঞ ক্রিকেটারদের।
ধোনি অর্ধেকও ফুরিয়ে যায়নি, বলছেন শাস্ত্রী
Web Desk, ABP Ananda
Updated at:
01 Sep 2017 07:55 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -