হায়দরাবাদ: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে ভারতীয় দলের জয়ের জন্য দুই ব্যাটসম্যান মহেন্দ্র সিংহ ধোনি ও কেদার যাদবের চেয়েও বোলারদের বেশি কৃতিত্ব দিচ্ছেন বিরাট কোহলি। ভারতীয় দলের অধিনায়ক বলেছেন, ‘ম্যাচটি কঠিন ছিল। আমরা ভাল বোলিং করেছি। কেদার ও এমএস দায়িত্ব নিয়েছে। এটা দারুণ বিষয়। তবে আমার মনে হয়, বোলাররাই ম্যাচ জিতিয়েছে।’
গতকালের ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৩৬ রান করে অস্ট্রেলিয়া। মহম্মদ শামি, জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদব দু’টি করে উইকেট নেন। রান তাড়া করতে নেমে একসময় ৯৯ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারতীয় দল। সেখান থেকে ধোনি ও কেদারের অপরাজিত জুটি ভারতীয় দলকে ম্যাচ জিতিয়ে দেয়।
বোলারদের প্রশংসা করে বিরাট বলেছেন, ‘কুলদীপ বেশ কিছুদিন ধরেই ভাল পারফরম্যান্স দেখাচ্ছে। আমি কোনওদিন শামিকে ঝুঁকে পড়তে দেখিনি। ও অসাধারণ একটি বলে ম্যাক্সিকে (গ্লেন ম্যাক্সওয়েল) আউট করে। আমি এর আগে শামিকে কোনওদিন এত ক্ষুধার্ত দেখিনি। বিশ্বকাপের আগে এটা ভারতের পক্ষে দারুণ লক্ষণ।’
ধোনি-কেদার দায়িত্ব নিলেও, বোলাররাই ম্যাচ জিতিয়েছে, বলছেন বিরাট
Web Desk, ABP Ananda
Updated at:
03 Mar 2019 12:18 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -