ফ্লোরিডা: মার্কিন যুক্তরাষ্ট্রের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচেই ঝোড়ো ইনিংস খেলে নজর কেড়ে নিয়েছেন লোকেশ রাহুল। বিশাল টার্গেট তাড়া করতে নেমে অধিনায়ক ধোনির সঙ্গে অসাধারণ পার্টনারশিপ গড়ে দলকে জয়ের একেবারে কাছে পৌঁছে দিয়েছিলেন এই তরুণ ব্যাটসম্যান। কিন্তু ভারত শেষপর্যন্ত ম্যাচ হারায় হতাশ রাহুল।


 

ভারতের হয়ে টি-২০ ম্যাচে এই প্রথম শতরান করেছেন রাহুল। মাত্র ৪৬ বলে ১২টি চার এবং পাঁচটি ছক্কার সাহায্যে অপরাজিত ১১০ করেছেন তিনি। কিন্তু এই ইনিংসের পরেও দল জিততে না পারায় খারাপ লাগছে রাহুলের। তিনি বলেছেন, ‘দল হারায় খুব হতাশ হয়েছি। তবে আমরা খেলার মাঝপথেই হাল ছেড়ে না দেওয়ায় ভাল লেগেছে। ওয়েস্ট ইন্ডিজ আমাদের সামনে বিশাল টার্গেট রেখেছিল। তবে আমরা ড্রেসিংরুমে নিজেদের মধ্যে আলোচনায় ঠিক করেছিলাম, যতটা পারব রান তাড়া করার চেষ্টা করব। সবাই যেভাবে ব্যাট করেছে সেটা দেখে খুব ভাল লেগেছে।’

 

ধোনির সঙ্গে পার্টনারশিপ প্রসঙ্গে রাহুল বলেছেন, ‘ধোনি ব্যাট করতে নামার পরেই আমি বুঝে গিয়েছিলাম, এবার অনেক দৌড়তে হবে। ধোনি ক্রিজে আসার আগেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। কিন্তু তা সত্ত্বেও আমাকে দৌড়তে বাধ্য করে ও। ওভারপ্রতি আমাদের ১৩ রান করে দরকার ছিল। তবে আমরা স্বাভাবিকভাবেই ব্যাট করছিলাম। ধোনি আমাকে বলেছিল, ১৬ ওভার পর্যন্ত যদি আমরা প্রতি ওভারে ১১-১২ রান করেও নিতে পারি, তাহলে কোনও সমস্যা হবে না। শেষ দুই ওভারে আমরা বড় বেশি রান তুলতে পারব। আমরা জানতাম, ওয়েস্ট ইন্ডিজের প্রথমসারির বোলারদের বেশি ওভার বাকি নেই। তাই একজন বোলারকে বেছে নিয়ে ছয় মারছিলাম। সেটাই আমাদের পরিকল্পনা ছিল। আমরা ভাল ব্যাট করছিলাম, একাগ্রতা বজায় ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এক-একদিন সবকিছু ঠিকঠাক করেও ম্যাচ জেতা যায় না।’

 

তরুণ ব্যাটসম্যান লোকেশ স্বল্পদিনের মধ্যেই তারকা হয়ে উঠেছেন। তিনি ধারাবাহিকভাবে ক্রিকেটের তিন ফর্ম্যাটেই রান করে চলেছেন। তাঁর মধ্যে বড় ব্যাটসম্যান হয়ে ওঠার রসদ দেখছেন বিশেষজ্ঞরা।