কলকাতা: মহেন্দ্র সিংহ ধোনির চার নম্বরেই ব্যাট করা উচিত বলে মনে করছেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, তিন নম্বরে নামা বিরাট কোহলির সঙ্গে ধোনি ব্যাট করলে তাঁরা দু জন ফিনিশারের ভূমিকা পালন করতে পারবেন।


নিউজিল্যান্ডের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ও চতুর্থ ম্যাচে চার নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধোনি। তৃতীয় ম্যাচে ৮০ রান করে দলকে জিততে সাহায্য করলেও, চতুর্থ ম্যাচে অবশ্য ব্যর্থ হয়েছেন ভারতের অধিনায়ক। তা সত্ত্বেও তাঁর চার নম্বরেই ব্যাট করা উচিত বলে মত প্রকাশ করেছেন সৌরভ। তিনি বলেছেন, ‘ফিনিশার মানে এই নয় যে তাকে ৪০ ওভারের পর থেকে ব্যাট করতে হবে। বিরাট তিন নম্বরে ব্যাট করে এবং ও ম্যাচ শেষ করছে। ফিনিশারকে লোয়ার অর্ডারে ব্যাট করতে হবে, এটা ভুল ধারণা। ধোনি অন্য ম্যাচে চার নম্বরে ব্যাট করেই ভারতকে জিতিয়েছে। তাই ওর চার নম্বরেই ব্যাট করা উচিত। সেখান থেকেই ও ম্যাচ শেষ করে দেবে।’

কোহলির প্রশংসা করলেও, সৌরভ মনে করেন না ভারত কোহলির উপর অত্যধিক নির্ভরশীল হয়ে পড়েছে। সিএবি সভাপতির মতে, নিউজিল্যান্ডও ভাল দল। তারা একটা-দুটো ম্যাচ জিততেই পারে।