নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি বোলারদের তুলনায় ম্যাচের পরিস্থিতি ভাল বুঝতে পারেন। তিনি উইকেটের পিছনে থাকলে বোলারদের কাজ সহজ হয়ে যায়। এমনই জানালেন চায়নাম্যান স্পিনার কুলদীপ যাদব।


একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কুলদীপ বলেছেন, ‘ধোনি সবসময় আমাদের বোলারদের প্রয়োজনীয় পরামর্শ দেয়। ওর যখনই মনে হয়, বোলারদের বার্তা দেয়। যখন উইকেটকিপার এরকমভাবে সাহায্য করে, তখন বোলারদের কাজ সহজ হয়ে যায়। অনেক সময়ই বোলাররা ম্যাচের পরিস্থিতি বুঝতে ব্যর্থ হয়। উইকেটকিপার ভাল বুঝতে পারে। মাহি ভাই সেরকমই। ওঁর প্রচুর অভিজ্ঞতা আছে। তিনি পরামর্শ না দিলে আমি নিজেই জিজ্ঞাসা করি কী করতে হবে। তাঁর সঙ্গে খেলার সুযোগ পেয়ে আমি ও (যুজবেন্দ্র) চাহল গর্ব অনুভব করি। মাহি ভাই উইকেটের পিছনে থাকলে বল করা সহজ।’

ভারতের বিশ্বকাপ জয়ের সম্ভাবনার বিষয়ে কুলদীপ বলেছেন, ‘আমাদের অবশ্যই বিশ্বকাপ দেশে নিয়ে আসার সুযোগ আছে। তবে আমাদের মনে হয়, অন্য দলগুলির তুলনায় ইংল্যান্ডের ব্যাটিং লাইনআপ শক্তিশালী। ওরা দেশের মাঠে খেলবে। পাকিস্তানও বিশ্বকাপে ভাল খেলবে। তাই আমার মনে হয়, ইংল্যান্ড ও পাকিস্তানের দিকে নজর রাখতে হবে। আমাদের বোলিং বিভাগও ভাল। আমরা একসঙ্গে অনুশীলন করি এবং একে অপরকে সাহায্য করি। এটা সবচেয়ে সুবিধার বিষয়। বিরাট (কোহলি) ভাই সবসময় আমাদের সাহায্য করেন। তিনি আমাদের বোলিং বোঝেন। তিনি আক্রমণাত্মক অধিনায়ক। এতে স্পিনার হিসেবে আমাদের সুবিধা হয়।’