নয়াদিল্লি: মহেন্দ্র সিংহ ধোনি কি ভারতীয় দলের হয়ে শেষ ম্যাচ খেলে ফেলেছেন? তাঁর এক ঘনিষ্ঠ বন্ধুর এমনই দাবি। তিনি জানিয়েছেন, খেলা ছেড়ে এবার টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিতে চাইছেন ধোনি। এভাবেই তিনি দেশের সেবা করতে চান। তিনি সিয়াচেনে কয়েকমাস থাকতে পারেন। খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীকে তাঁর ইচ্ছার কথা জানাবেন। তারপর সেনাবাহিনী সিদ্ধান্ত নেবে।
ধোনিকে আগেই সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল করেছে টেরিটোরিয়াল আর্মি। তিনি সেনাবাহিনীর প্যারাশুট বিভাগের সঙ্গে যুক্ত। প্যারা-রেজিমেন্টের হয়ে দু’সপ্তাহ প্রশিক্ষণও নিয়েছেন ধোনি। তিনি প্যারাজাম্পও দিয়েছেন। এবার ক্রিকেট থেকে অবসর নিয়ে পাকাপাকিভাবে সেনাবাহিনীর হয়ে কাজ করতে দেখা যেতে পারে তাঁকে। তবে ধোনি কী সিদ্ধান্ত নেবেন, সে বিষয়ে আগাম কিছু বলা যায় না। তাই তিনি নিজে কিছু ঘোষণা না করা পর্যন্ত অপেক্ষা করতেই হবে।
খেলা ছেড়ে টেরিটোরিয়াল আর্মিতে যোগ দিতে চাইছেন ধোনি, দাবি এক ঘনিষ্ঠ বন্ধুর
Kuntal Chakraborty
Updated at:
15 Jul 2019 12:23 PM (IST)
ধোনিকে আগেই সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল করেছে টেরিটোরিয়াল আর্মি।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -