মেলবোর্ন: ইংল্যান্ডে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফিতে মহেন্দ্র সিংহ ধোনিকে ভারতের দরকার হবে বলে মনে করেন প্রাক্তন অস্ট্রেলিয় ক্রিকেট অধিনায়ক রিকি পন্টিং। ধোনিকে এখনই খরচের খাতায় ফেলে দেওয়া ভুল হবে বলেও মত তাঁর।
ফর্মে ধারাবাহিকতা না থাকায় চলতি আইপিএলে চাপে পড়েছেন ক্যাপ্টেন কুল। তাঁকে অধিনায়ক পদ থেকেও সরিয়ে দিয়েছে তাঁর টিম রাইজিং পুনে সুপারজায়ান্ট। পন্টিং এতে 'হতবাক'। কেরিয়ারের শেষে চলে না এলে ধোনিকে এমন সময়ে সরিয়ে দেওয়াটা অদ্ভূত ঠেকছে তাঁর কাছে।
পন্টিং বলেছেন, মিডল অর্ডারে ব্যাট করে ধোনি যে কোনও একদিনের ম্যাচে ইনিংসের নিয়ন্ত্রণ করতে পারে। ইংল্যান্ডে এর দরকার হতে পারে। বল একটু আগে এলে ভারতের মাথার দিকের ব্যাটসম্যানরা আগেই বিদায় নিতে পারেন। সেক্ষেত্রে এমন কাউকে দরকার যিনি মিডল অর্ডারের হাল ধরবেন। দীর্ঘদিন ধরে ধোনি যে বিরাট সাফল্য পেয়েছে, তাকে যেন খাটো করা হচ্ছে। আমি নিজে ওরকম জায়গায় ছিলাম। দেখেছি, একটু এদিকওদিক হলেই সমালোচনা শুরু হয়ে যায়।
ধোনির 'সহনশীলতা' আছে বলে অভিমত পন্টিংয়ের। তিনি বলছেন, কখন অবসর নেওয়া ঠিক, তা কাউকে বলব না। চ্যাম্পিয়নরা নিজেরাই সেই সিদ্ধান্ত নেয়।
Exit Poll 2024
(Source: Poll of Polls)
ইংল্যান্ডে চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের ধোনিকে লাগবে, মত পন্টিংয়ের
Web Desk, ABP Ananda
Updated at:
29 Apr 2017 07:17 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -