ধোনি এখনও টেস্ট খেলতে পারতেন, মনে করেন কাইফ
Web Desk, ABP Ananda | 26 Feb 2017 08:30 PM (IST)
কলকাতা: অনেকেই বলছেন, মহেন্দ্র সিংহ ধোনির ব্যাটিং দক্ষতা আর আগের মতো নেই। কিন্তু আজ ইডেনে বিজয় হাজারে ট্রফিতে ঝাড়খণ্ডের হয়ে তাঁর অসাধারণ শতরান দেখে মুগ্ধ বিপক্ষ ছত্তীসগঢ়ের অধিনায়ক মহম্মদ কাইফ। তাঁর মতে, ধোনি এখনও একদিনের ও টি-২০ ম্যাচের মতোই টেস্টও খেলতে পারতেন। ইডেনে এই ম্যাচের পর কাইফ বলেছেন, ‘আমি অভিষেকের সময় থেকেই ধোনিকে দেখছি। আমার সবসময় মনে হয়েছে, শুধু অনুশীলন করে ধোনি হওয়া যায় না। আজ ওর স্বাভাবিক দক্ষতা দেখা গেল। ও না থাকলে ঝাড়খণ্ডকে আমরা ১২০ রানে অলআউট করে দিতাম। আমি মনে করি, ধোনি এখনও ক্রিকেটের সব ফর্ম্যাটে খেলতে পারে।’ ইডেনে এই ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে ৫৭ রানে ঝাড়খণ্ডের ৬ উইকেট পড়ে যায়। সেই অবস্থা থেকে প্রায় একক দক্ষতায় দলকে ২৪৩ রানে পৌঁছে দেন ধোনি। তিনি ৬টি ছক্কা এবং ১০টি বাউন্ডারির সাহায্যে ১০৭ বলে ১২৯ রান করেন। জবাবে ১৬৫ রানেই অলআউট হয়ে যায় ছত্তীসগঢ়। ৭৮ রানে ম্যাচ জিতে যায় ঝাড়খণ্ড। হারলেও ধোনির এই অসাধারণ পারফরম্যান্সের তারিফ করেছেন কাইফ।