নয়াদিল্লি: বক্স অফিসে চমকপ্রদ সাফল্য পেয়েছে ‘এম এস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। এই সাফল্যে খুশি ভারতের সফলতম ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। কিন্তু তাঁর দাদা নরেন্দ্র সিংহ ধোনি ছবিটি দেখে একেবারেই খুশি নন। ফেসবুকে ক্ষোভ উগরে দিয়েছেন নরেন্দ্র।

 

ধোনির বায়োপিকে তাঁর জীবনের নানা ঘটনা দেখানো হয়েছে। রাঁচির মতো একটি ছোট শহর থেকে যেভাবে তিনি সাফল্যের শিখরে পৌঁছেছেন, সেটা তুলে ধরা হয়েছে এই ছবিতে। কিন্তু নরেন্দ্রর কথা কোথাও বলা হয়নি। এতেই হতাশ হয়েছেন ধোনির দাদা। তিনি মনে করছেন, ভাইয়ের মতো সাফল্য পাননি বলেই তাঁকে ভুলে গিয়েছে সবাই। ভাইয়ের সাফল্যের পিছনে তাঁরও অবদান ছিল। কিন্তু এখন সাফল্য পেয়ে ভাই আর তাঁকে মনে রাখেনি।