মুম্বই: আসন্ন ক্রিকেট বিশ্বকাপে ভারতের সাফল্যে বিরাট ভূমিকা নিতে চলেছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ইংল্যান্ড রওনা দেওয়ার আগে সাংবাদিকদের এমনটাই বলে গেলেন দলের রবি শাস্ত্রী। টিম ইন্ডিয়ার হেড কোচের মতে, খেলার মধ্যে ছোট ছোট মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে গোটা স্রোতটাই পাল্টে দেওয়ার ক্ষমতা রয়েছে এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের।
শাস্ত্রী বলেন, ধোনির ভূমিকা সবসমই বড় ছিল। সবসময় খেলার মধ্যে থাকে। বাকিদের সঙ্গে ওর বোঝাপড়া দারুণ। উইকেটরক্ষক হিসেবে ও দেখিয়ে দিয়েছে, ক্রিকেটের এই ফর্ম্যাটে ওর চেয়ে ভাল কেউ নেই। শুধু ক্যাচ ধরা বা স্টাম্পিং বা রান-আউট করাই নয়। গুরুত্বপূর্ণ সময়ে ছোট ছোট পরিবর্তন করে খেলার স্রোতটাই পাল্টে দেওয়া-- এই ক্ষমতা ধোনির চেয়ে ভাল কারও নেই।
বিশ্বকাপ খেলতে আগামীকাল ভোরে ইংল্যান্ড রওনা দিচ্ছে টিম ইন্ডিয়া। তার আগে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কোচ-অধিনায়ক। সদ্যসমান্ত আইপিএলে ৮৩.২ গড়ে ৪১৬ রান সংগ্রহ করেছেন মাহি। সেই তথ্য স্মরণ করিয়ে শাস্ত্রী বলেন, আইপিএলে ওর ব্যাটিং দারুণ হয়েছে। যেভাবে ও ক্রিজ ব্যবহার করছিল, তা প্রশংসনীয়।
আসন্ন বিশ্বকাপে বিরাট ভূমিকা নেবে ধোনি, মত শাস্ত্রীর
Web Desk, ABP Ananda
Updated at:
21 May 2019 07:17 PM (IST)
শাস্ত্রী বলেন, শুধু ক্যাচ ধরা বা স্টাম্পিং বা রান-আউট করাই নয়। গুরুত্বপূর্ণ সময়ে ছোট ছোট পরিবর্তন করে খেলার স্রোতটাই পাল্টে দেওয়া-- এই ক্ষমতা ধোনির চেয়ে ভাল কারও নেই।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -