নয়াদিল্লি: ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি ২০ সিরিজে ভারতীয় দলে দলে রাখা হয়নি মহেন্দ্র সিংহ ধোনিকে। ব্যাটেও পুরানো ছন্দে দেখা যাচ্ছে না তাঁকে। এসব কিছুর মধ্যেও স্ট্যাম্পের পিছনে এখনও সাবলীল ধোনি। দুরন্ত ক্যাচ ও চোখের পলকে স্ট্যাম্প ভেঙে দেওয়ার ক্ষেত্রে তাঁর দক্ষতায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের তৃতীয় ম্যাচে অনেকটা  পিছনে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়ে দুরন্ত ক্যাচ ধরেছিলেন ধোনি। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা ধোনির ফিটনেসের প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে উঠেছিলেন। এবার গ্লাভস হাতে ফের তাঁর ক্ষিপ্রতার নিদর্শন রাখলেন ধোনি। সিরিজের চতুর্থ ম্যাচে মুম্বইয়ের ব্রেবোর্নে তাঁর এই বিদ্যুত্গতির স্ট্যাম্পিংয়ের শিকার হলেন ওয়েস্ট ইন্ডিজের কিমো পল। ধোনি স্ট্যাম্প ভেঙে দেওয়ার পর আর তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করলেন না তিনি।



ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ২৮ তম ওভারে জাডেজা ফ্লাইটেড ডেলিভারিতে ব্যাটসম্যানকে ক্রিজের বাইরে আসতে বাধ্য করেন।পল বলটিকে মাঠের বাইরে পাঠাতে চেয়েছিলেন। কিন্তু বল সামান্য বেশি টার্ন করে ধোনির গ্লাভসে চলে যায়। স্ট্যাম্প ভেঙে দিতে ধোনির সময় লাগল ০.৭ সেকেন্ড। স্ট্যাম্প আউট হয়ে যান পল।