নয়াদিল্লি: ভারতের বিধ্বংসী ওপেনার রোহিত শর্মা আরও একবার দেখালেন যে, কেন তাঁকে হিটম্যান বলা হয়। মুম্বইয়ে ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজের চতুর্থ ম্যাচে ১৬২ রানের তুফানি ইনিংস খেললেন তিনি। তাঁর এই ইনিংসে ভর করে ভারত প্রথমে ব্যাট করে ৩৭৭ রানের বিশাল স্কোর করে। একটা সময় মনে হচ্ছিল, রোহিত তাঁর একদিনের ক্রিকেট কেরিয়ায় চতুর্থ দ্বিশতরান হয়ত করে ফেলবেন। কিন্তু সেই আশা পূর্ণ না হলেও তাঁর ব্যাট গড়েছে একাধিক নয়া নজির।
ভারতীয় হিসেবে সর্বাধিক ওভারবাউন্ডারি হাঁকানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত।
এদিন ১৩৭ বল খেলেছেন। চারটি ছয় মেরেছেন তিনি। একদিনের ক্রিকেটে ভারতের হয়ে এখনও পর্যন্ত ১৯৮ ছক্কা মেরেছেন তিনি। মহেন্দ্র সিংহ ধোনির পরেই এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন তিনি। ধোনি ২৮১ ইনিংসের ২১৮ ছক্কা রয়েছে ধোনির। এবার সচিনকে পিছনে ফেলে দ্বিতীয় স্থানে উঠে এলেন রোহিত। সচিনের ছক্কার সংখ্যা ১৯৫।
একদিনের ক্রিকেটে ছক্কার ডাবল সেঞ্চুরি করতে রোহিতের প্রয়োজন আর মাত্র দুটি ছক্কা।
কেরিয়ারে এই নিয়ে সাতবার ১৫০ বা তার বেশি রান করলেন রোহিত। এক্ষেত্রে সচিন তেন্ডুলকর ও ডেভিড ওয়ার্নারকে পিছনে ফেলেছেন রোহিত। সচিন ও ওয়ার্নার পাঁচবার ১৫০ বানের গণ্ডি পেরিয়েছেন। ক্রিস গেইল, বিরাট কোহলি, হাসিম আমলা ও সনত্ জয়সূর্য ১৫০ বা তার বেশি রান চারবার করেছেন। সাতবার ১৫০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন, তার মধ্যে তিনবার ২০০-র গণ্ডি পার করেছেন। একদিনের ক্রিকেটে রেকর্ড ২৬৪ রানের ইনিংস রয়েছে তাঁর।
ম্যাচের পর রোহিত বলেছেন, ব্যাটিং করার সময় আমি সেঞ্চুরি বা ডাবল সেঞ্চুরির কথা ভাবি না। আমি শুধু রান করে দলকে ভালো জায়গায় পৌঁছে দেওয়ার কথাই ভাবি।
ওপেন করতে নামলেই ২০০ রানের প্রত্যাশা তাঁকে প্রভাবিত করে না বলেও জানিয়েছেন রোহিত। তাঁর কথায়, আমি তিনটি ডবল সেঞ্চুরি করেছি। কিন্তু সেগুলি করতে পারব বলে ভাবিনা। এমনকি আজও রায়ডু আমাকে বলছিল যে, আমি আর একটা দ্বিশতরান করতে পারি। কিন্তু আমি শুধু আমার ব্যাটিংয়ের দিকেই নজর রেখে খেলেছি। ভাবিইনি যে কীভাবে আমি ডবল সেঞ্চুরি পেতে পারি। আমি শুধু যত বেশি সম্ভব রান করে যেতে চেয়েছি।
অম্বাতি রায়ডু (১০০)-র সঙ্গে রোহিতের ২১১ রানের পার্টনারশিপে ভর করে ৩৭৭ রান করে ভারত। জবাবে ওয়েস্ট ইন্ডিজ ১৫৩ রানে অল আউট হয়ে যায়।সিমার খলিল আহমেদ তিন উইকেট নিয়েছেন।
রোহিত রায়ডুর ভূয়সী প্রশংসা করেছেন।সহ অধিনায়ক বলেছেন, রায়ডু খুব ভালো ব্যাট করেছে। ওই সময় একটা বড় পার্টনারশিপ প্রয়োজন ছিল। ও নিজে কী করতে পারে, তা তুলে ধরার একটা উপযুক্ত মঞ্চ ছিল। প্রথম দুই ব্যাটসম্যান আউট হওয়ার পর নিঃসন্দেহে চাপ ছিল এবং পার্টনারশিপ গড়ে তোলাটা জরুরি ছিল। তাই চাপের মুখে রায়ডু দারুণ খেলেছে।
খলিলেরও প্রশংসা করেছেন রোহিত। তিনি বলেছেন, বাঁহাতিরা যখন বল সুইং করে বাইরের দিকে নিয়ে যায়, তখন তা ব্যাটসম্যানদের কাজ কঠিন করে দেয়। খলিল সেই কাজটাই করেছে। ও খুব দ্রুত পরিণত হচ্ছে। ও এভাবেই বোলিং করবে বলে আশা করছি। এতে দলের পক্ষে ভালো হবে। আগামী নিউজিল্যান্ড সফরে এবং ইংল্যান্ডে বিশ্বকাপে, যেখানে বল সুইং করে সেখানে ও উপযোগী হয়ে উঠতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি একদিনের সিরিজেই দুবার ১৫০ রানের ইনিংস খেললেন রোহিত। গুয়াহাটিতে সিরিজের প্রথম ম্যাচে অপরাজিত ১৫২ ও মুম্বইয়ে ১৬২ রান করেছেন তিনি।
ভারতীয় হিসেবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় সর্বাধিক রানের ইনিংস খেলার কৃতিত্বও অর্জন করলেন রোহিত। এক্ষেত্রে প্রথম স্থানে বীরেন্দ্র সহবাগ। ২০১১-তে ইন্দোরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিশতরানের ইনিংস খেলেছিলেন সহবাগ।
ব্যাটিংয়ের সময় সেঞ্চুরি, ডবল সেঞ্চুরির কথা ভাবেন না, জানালেন রোহিত
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Oct 2018 01:07 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -