নয়াদিল্লি: ব্যতিক্রমী অ্যাকশন। ধারাবাহিকভাবে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের গতিতে বল করে যাওয়া। যশপ্রীত বুমরাহকে আরও বিপজ্জনক করে তুলেছে তাঁর বিষাক্ত ইয়র্কার। অনেক ব্যাটসম্যানই স্বীকার করে থাকেন যে, এই মুহূর্তে বিশ্বক্রিকেটে সবচেয়ে কঠিন কাজ বুমরাহর নিখুঁত ইয়র্কার সামাল দেওয়া।

বিশ্বক্রিকেটের অনেকেই মনে করেন যে, বুমরাহকে এত নিখুঁত ইয়র্কার করার মন্ত্র দিয়েছেন লাসিথ মালিঙ্গা। যিনি নিজে ইয়র্কার স্পেশালিস্ট হিসাবে গোটা বিশ্বে সমাদৃত এবং শ্রীলঙ্কার পেসারের সঙ্গে আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে দীর্ঘদিন একসঙ্গে খেলেছেন বুমরাহ। যদিও বুমরাহ নিজে জানিয়েছেন, তাঁর ইয়র্কার-শিক্ষক মোটেও মালিঙ্গা নন।

চোটের জন্য বেশ কিছুদিন মাঠের বাইরে থাকার পর ওয়ান ডে ক্রিকেটে বিশ্বের সেরা পেসার বুমরাহ প্রত্যাবর্তন ঘটাচ্ছেন জাতীয় দলে। আগামী সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে খেলবেন তিনি। তার আগে একটি সাক্ষাৎকারে ভারতের তারকা পেসার বলেছেন, ‘আমার পুরো ক্রিকেট শিক্ষাই টিভি দেখে। এমনকী, এখনও আমি বোলিংয়ের ভিডিও দেখি, লোকের মতামত শুনি এবং তারপর নিজেই প্রস্তুতি সারি নিজের মতো করে। নিজের খেলার বিশ্লেষণ নিজেই করি। কারণ আমি বিশ্বাস করি ক্রিকেট মাঠে সকলে একা। সেখানে কেউ আমাকে সাহায্য করবে না। তাই নিজের দক্ষতায় আস্থা রাখাটা ভীষণ জরুরি।’

এরপরই আমদাবাদের পেসার বলেছেন, ‘অনেকেই মনে করেন মালিঙ্গা আমাকে ইয়র্কার শিখিয়েছে। তবে সেটা ঠিক নয়। মাঠে কোনও কিছুই শেখায়নি মালিঙ্গা। আমি ওর কাছে মানসিক প্রস্তুতির দিকটা শিখেছি। বিভিন্ন পরিস্থিতি কীভাবে সামলাতে হয় শিখেছি। কীভাবে মাথা ঠাণ্ডা রেখে ব্যাটসম্যানদের জন্য পরিকল্পনা সাজাতে হয় জেনেছি ওর কাছে।’

পিঠের চোট সারিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামতে আপাতত ছটফট করছেন তারকা পেসার।