আবু ধাবি: দলের সঙ্গে সংযুক্ত আরব আমিরশাহিতে গিয়েও ফিরে এসেছেন চেন্নাইয়ের অন্যতম তারকা ক্রিকেটার সুরেশ রায়না। দলের অপর এক অভিজ্ঞ ক্রিকেটার হরভজন সিংহ আবার দলে যোগই দেননি। ক্রিকেটমহলে খবর, করোনা সংক্রমণের আশঙ্কাতেই এবারের আইপিএল-এ খেলছেন না এই দুই ক্রিকেটার। তবে চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি আমিরশাহির ব্যবস্থাপনা নিয়ে খুশি। গতকাল প্রথম ম্যাচ শেষ হওয়ার পর তিনি জানিয়েছেন, ‘প্রচারের আলোর বাইরে দারুণ কাজ করা হয়েছে। এই প্রতিযোগিতা আয়োজন করা সহজ ছিল না। নানা বিষয় মাথায় রাখতে হয়েছে। অনেক সমস্যার মোকাবিলা করতে হয়েছে। আমরা ক্রিকেটাররা সহজেই সমালোচনা করতে পারি। কিন্তু যাঁরা কাজ করেন, তাঁদের অনেককিছু করতে হয়।’
চেন্নাই শিবির সূত্রে খবর, আমিরশাহির হোটেলে যে ঘরে রায়নাকে থাকতে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে তিনি খুশি ছিলেন না। কোয়ারেন্টিনে থাকা নিয়েও তিনি স্বস্তিতে ছিলেন না। এরই মধ্যে তাঁর এক আত্মীয়র বাড়িতে হামলা চালায় ডাকাতরা। একজনের মৃত্যুও হয় এই হামলায়। এরপরেই দেশে ফিরে আসেন রায়না। এরপর তাঁকে কটাক্ষ করেন দলের মালিক এন শ্রীনিবিসান। যদিও পরে তিনি সুর নরম করেন। অনেকেই মনে করছেন, আমিরশাহির ব্যবস্থাপনার প্রশংসা করে রায়না ও হরভজনকে কটাক্ষ করলেন ধোনি।
চেন্নাইয়ের অন্যতম সফল ক্রিকেটার রায়না। তিনি ধারাবাহিকভাবে ভাল পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁর রেকর্ড ঈর্ষণীয়। হরভজনও গত দুই মরসুমে চেন্নাইয়ের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। তবে এই দুই ক্রিকেটারকেই ছাড়াই গতকাল প্রথম ম্যাচে মুম্বইকে হারিয়ে দিয়েছে চেন্নাই। ধোনি জানিয়েছেন, আরও ভাল পারফরম্যান্স দেখানোই তাঁদের লক্ষ্য।
আমরা ক্রিকেটাররা সহজেই সমালোচনা করতে পারি, কিন্তু প্রতিযোগিতা আয়োজন সহজ নয়, মন্তব্য ধোনির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
20 Sep 2020 06:57 PM (IST)
চেন্নাই শিবির সূত্রে খবর, আমিরশাহির হোটেলে যে ঘরে রায়নাকে থাকতে দেওয়া হয়েছিল, সেটা নিয়ে তিনি খুশি ছিলেন না।
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -