পাকিস্তান দলের বিরুদ্ধে অভিযোগ, রিভার্স স্যুইং আদায় করার লক্ষ্যে অধিনায়ক ও উইকেটরক্ষক সরফরাজ আহমেদের দিকে বল ছোঁড়ার সময় ইচ্ছাকৃতভাবে মাঠের অসমান ও রুক্ষ অংশে ফেলছিলেন ক্রিকেটাররা। ইংল্যান্ড দলের বিরুদ্ধেও একই অভিযোগ। ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান জানিয়েছেন, ‘দুই ইনিংসেই বল বিকৃতির অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। আম্পায়াররা ইনিংসের মাঝপথে আমার কাছে এসে বলেন, তাঁদের মনে হচ্ছে, আমরা অতিরিক্ত বাউন্স আদায় করার লক্ষ্যে বল ছুঁড়ছি। পাকিস্তানের বিরুদ্ধেও একই অভিযোগ ওঠে।’ ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে বল বিকৃতির চেষ্টা করেছে পাকিস্তান? ব্র্যাড হগের ট্যুইট নিয়ে বিতর্ক
Web Desk, ABP Ananda | 04 Jun 2019 05:03 PM (IST)
ইংল্যান্ড দলের বিরুদ্ধেও অবশ্য বলের অবস্থা বদল করার চেষ্টার অভিযোগ ওঠে।
নটিংহ্যাম: গতকাল বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে কি বল বিকৃতির চেষ্টা করেন পাকিস্তানের ক্রিকেটাররা? অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার ব্র্যাড হগ ট্যুইট করে তেমনই ইঙ্গিত দিয়েছেন। তাঁর এই ট্যুইট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ইংল্যান্ড দলের বিরুদ্ধেও অবশ্য বলের অবস্থা বদল করার চেষ্টার অভিযোগ ওঠে। দু’দলকেই সতর্ক করে দেন আম্পায়াররা।