রাজকোট: নিশ্চিত ফুটওয়ার্ক এবং বিচক্ষণতার সঙ্গে সুইপ শট খেলার ফলেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন শতরান করতে পেরেছেন বলে জানালেন ইংল্যান্ডের ব্যাটসম্যান জো রুট। বুধবার ১২৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন এই ডান হাতি ব্যাটসম্যান। তাঁর এই ইনিংস এবং মঈন আলির অপরাজিত ৯৯ রানের সুবাদে দিনের শেষে ইংল্যান্ডের রান ৪ উইকেটে ৩১১।
এই প্রথম এশিয়ার মাটিতে শতরান করলেন রুট। টেস্টে ভারতের বিরুদ্ধে তৃতীয় এবং মোট ১১-তম শতরান করার পর রুট বলেছেন, ‘আমি ফুটওয়ার্কের বিষয়ে ইতিবাচক থাকতে চেয়েছিলাম। ফরোয়ার্ড শট, ব্যাকফুট শট এবং সুযোগ পেলেই সুইপ শট খেলছিলাম। ভারতের বোলাররা যাতে একই লাইন ও লেংথে বল করতে না পারে সেটা নিশ্চিত করতে চাইছিলাম আমি। উইকেটের দু দিকেই রান করা লক্ষ্য ছিল। অশ্বিন যাতে একই লেংথে বল করে যেতে না পারে সেটা নিশ্চিত করতে চেয়েছিলাম।’
আরও পড়ুন
জো রুটের আউট ঘিরে বিতর্ক
চতুর্থ উইকেটে মঈন আলির সঙ্গে জুটি বেঁধে ১৭৯ রান যোগ করেছেন রুট। এই পার্টনারশিপ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘মঈনও স্বচ্ছন্দে ব্যাটিং করছিল। ও বাঁ হাতি হওয়ায় ভারতীয় বোলারদের কাজটা আরও কঠিন হয়ে গিয়েছিল। ওরা আমাদের উপর চাপ তৈরি করতে পারেনি। আমাদের এভাবেই খেলতে হবে। তাহলেই ভারতের পক্ষে প্রথম ইনিংসে আমাদের উপর চাপ তৈরি করা খুব কঠিন হয়ে যাবে। দ্বিতীয় ইনিংসে বল ঘুরতে শুরু করবে এবং বাউন্সের তারতম্য হবে। কিন্তু আমরা প্রথম ইনিংসে বড় রান করতে পারলে বোলররা সুবিধা পাবে।’
রুট আশা করছেন, দুই অপরাজিত ব্যাটসম্যান মঈন আলি ও বেন স্টোকস বৃহস্পতিবার বড় রান করতে পারবেন। সিরিজের শুরুটা যেভাবে হয়েছে, তাতে তিনি খুশি।
ভারতের বোলারদের মাথায় চড়তে দিইনি, বলছেন জো রুট
Web Desk, ABP Ananda
Updated at:
09 Nov 2016 10:09 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -