নয়াদিল্লি: এক জার্সির দাম ৬৮ কোটি টাকা!


শুনলে অবিশ্বাস্য মনে হবে। কিন্তু জার্সির মালিকের নাম যদি হয় দিয়েগো মারাদোনা (Diego Maradona), আর সেই জার্সির সঙ্গে জড়িয়ে থাকে ঐতিহাসিক গোলের স্মৃতি, তাহলে হয়তো সবই সম্ভব।


নিলামে উঠেছিল দিয়েগো মারাদোনার বিখ্যাত ‘হ্যান্ড অফ গড’ জার্সি। বিক্রি হল ৭১ লক্ষ পাউন্ডের বেশি মূল্যে। যার দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৬৮ কোটি টাকা!

১৯৮৬ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে বিতর্কিত গোল করেছিলেন আর্জেন্তিনার মহাতারকা। ইংরেজ ফুটবলাররা দাবি করেছিলেন, মাথা দিয়ে নয়, হাত দিয়ে গোল করেছেন মারাদোনা। যে গোল সম্পর্কে মারাদোনা নিজেই বলেছিলেন ‘হ্যান্ড অফ গড’। লক্ষ লক্ষ ইংরেজের হৃদয় ভেঙে দেওয়া বিশ্বকাপের সেই ম্যাচ যে জার্সি পরে খেলেছিলেন মারাদোনা, সেটিই উঠেছিল নিলামে। আর্জেন্তিনার প্রাক্তন ফুটবলারের বিখ্যাত জার্সির দাম উঠল ভারতীয় টাকায় ৬৭ কোটি ৯৮ লক্ষের বেশি।


জার্সিটি গত ৩৫ বছর ধরে ছিল ইংল্যান্ডের প্রাক্তন মিডফিল্ডার স্টিভ হজের কাছে। ম্যাচের পর মারাদোনা তাঁর সঙ্গেই জার্সিটি বিনিময় করেছিলেন। হজের কাছ থেকে জার্সিটি নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেড নিজেদের ফুটবল সংগ্রহশালায় রেখেছিল দু’দশক।


১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে আর্জেন্তিনা-ইংল্যান্ড লড়াইয়ে মারাদোনার দুই গোল স্থায়ী জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। একটি পরিচিত ‘হ্যান্ড অব গড’ গোল নামে। ওই গোলের চার মিনিট পর চোখধাঁধানো দ্বিতীয় গোলটি করেন মারাদোনা। যেটি পরিচিত ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নামে। আর্জেন্তিনা ম্যাচটি জেতে ২-১ গোলে। সেবার দ্বিতীয়বারের জন্য বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্তিনা।


সেই বিশ্বজয়ের নায়ক, অনেকের কাছে সর্বকালের সেরা ফুটবলার হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে মারা যান। মারাদোনার সেই জার্সির মালিক ইংল্যান্ডের মিডফিল্ডার স্টিভ হজ, যিনি ম্যাচের পর আর্জেন্তিনা ফরোয়ার্ডের সঙ্গে জার্সি বদল করেছিলেন। গত ২০ বছর ধরে এটি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সংগ্রহশালায় রয়েছে।


আরও পড়ুন: চাপ নিয়ে মাঠে নামলে সেরাটা দেওয়া যায় না, আইপিএলে জ্বলে ওঠার পর বলছেন ঋদ্ধিমান