নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিডস্টার শ্রীসন্ত মানেই যেন বিতর্ক। অতীতে বিভিন্ন কারণেই বিতর্ক তৈরি করেছেন কেরলের এই ক্রিকেটার। এবার উইকেটরক্ষক-ব্যাটসম্যান দীনেশ কার্তিকের বিরুদ্ধে অভিযোগ করে ফের আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন তিনি।
শ্রীসন্ত কার্তিকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন যে, তাঁর ভারতীয় দল থেকে বাদ পড়ার পিছনে ছিলেন কার্তিক। তাঁর এই অভিযোগ বেশ অদ্ভূত। কারণ, সবাই জানেন, দল বাছাইয়ের ক্ষেত্রে কার্তিক কোনওদিনই বড় কোনও ভূমিকায় পালন করেননি।
শেষপর্যন্ত শ্রীসন্তের ওই অভিযোগ সম্পর্কে মুখ খুলেছেন কার্তিক। তিনি বলেছেন, এটা এমনই অভিযোগ যে, এর কোনও প্রতিক্রিয়া দেওয়া যায় না। তিনি বলেচেন, শ্রীসন্তের মন্তব্য সম্পর্কে শুনেছি। এ ধরনের অভিযোগের জবাব দেওয়াটাও হাস্যকর হয়ে দাঁড়ায়।
শ্রীসন্তের এ ধরনের বিতর্কিত মন্তব্য এই প্রথম নয়। সম্প্রতি তিনি বলেছিলেন যে, চেন্নাই সুপার কিংসকে তিনি ঘৃণা করেন। মাঠে ও মাঠের বাইরে এ ধরনের মন্তব্য ও কার্যকলাপের জন্য প্রায়শই প্রচারের আলোয় উঠে আসেন তিনি।
২০১৩-র আইপিএলে স্পট ফিক্সিংয়ের অভিযোগে জড়িত থাকার কারণে তাঁকে আজীবন নির্বাসিত করা হয়েছিল। এর আগে  এই পেসার ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। বেশ কয়েকটি শুনানির পর বিসিসিআই-এর ওম্বাডসম্যান শ্রীসন্তের আজীবন নির্বাসনের মেয়াদ আজীবন থেকে কমিয়ে সাত বছর করার নির্দেশ দিয়েছিলেন। এর অর্থ ২০২০-র সেপ্টেম্বরে তিনি ক্রিকেটে ফিরতে পারেন।