মুম্বই: ত্রিনিবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে বসে তাদেরই জার্সি পরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচ দেখার জন্য বোর্ড তাঁকে শোকজ করেছিল। দীনেশ কার্তিক নিজের কাজের জন্য বোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলেন। সেই সঙ্গে জানিয়ে দিলেন, ত্রিনিবাগো নাইট রাইডার্সের কোনও ব্যাপারেই তিনি জড়িত নন।
গত বৃহস্পতিবার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ত্রিনিবাগো নাইট রাইডার্সের ড্রেসিংরুমে দেখা গিয়েছিল কার্তিককে। ত্রিনিবাগো নাইট রাইডার্সেরই জার্সি পরে। যে দলের মালিক আবার শাহরুখ খান। ঘটনাচক্রে, আইপিএলে শাহরুখের দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক কার্তিকই।
বোর্ডের নিয়ম অনুযায়ী, কোনও চুক্তিবদ্ধ ক্রিকেটার অনুমতি না নিয়ে অন্য কোনও দেশে ক্রিকেট সংক্রান্ত কোনও কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। কার্তিককে সিপিএলের ম্যাচে দেখার পর বোর্ড থেকে প্রশ্ন করা হয়েছিল, কেন তাঁর চুক্তিপত্র বাতিল করা হবে না।
কার্তিক নিঃশর্ত ক্ষমা চেয়ে চিঠি দিয়েছেন বোর্ডে। জানিয়েছেন, কেকেআরের কোচ ব্রেন্ডন ম্যাকালামের অনুরোধেই তিনি পোর্ট অফ স্পেনে গিয়েছিলেন। লিখেছেন, ‘ম্যাচটিতে যাওয়ার আগে বোর্ডের কাছে অনুমতি না নিয়ে আমি ভুল করেছি। নিঃশর্ত ক্ষমা চাইছি।’ সঙ্গে আরও লিখেছেন, ‘ত্রিনিবাগো নাইট রাইডার্সের কোনও কর্মসূচিতে আমি কোনওভাবেই জড়িত ছিলাম না।’
সঙ্গে ৩৪ বছরের উইকেটকিপার-ব্যাটসম্যানের অঙ্গীকার, ‘বাকি ম্যাচগুলোয় আমি টিকেআর ড্রেসিংরুমে আর বসব না।’ তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ) হয়তো এ ব্যাপারে আর কোনও পদক্ষেপ করবে না বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের।
নিয়মভঙ্গ করায় বোর্ডের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে নিলেন দীনেশ কার্তিক
Web Desk, ABP Ananda
Updated at:
08 Sep 2019 06:28 PM (IST)
তিনি নিঃশর্ত ক্ষমা চাওয়ায় বোর্ডের প্রশাসকদের কমিটি (সিওএ) হয়তো এ ব্যাপারে আর কোনও পদক্ষেপ করবে না বলেই ধারণা সংশ্লিষ্ট মহলের
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -