সিডনি: পাকিস্তানের বিরুদ্ধে রবিবার দুরন্ত জয় পেয়েছে ভারতীয় দল । বৃহস্পতিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup) নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তার আগে আজই সিডনিতে অনুশীলনে নেমে পড়েছে ভারতীয় দল। অনুশীলনে বেশিরভাগ দলই ঘরোয়া বোলারদের ডেকে নেয়। ভারতীয় দলও তার অন্যথা করেনি। মঙ্গলবার ভারতের অনুশীলনে দেখা যায় মহম্মদ ওয়াসিম জুনিয়ারকে (Muhammad Wasim JR)।


বিরাটই সেরা


ওয়াসিম বিগত তিন বছর ধরে সিডনি বাস করেন। তবে আদপে তিনি পাকিস্তানি বংশোদ্ভূত। তা সত্ত্বেও ভারতীয় ব্যাটারদের বিরুদ্ধে বল করার পর ওয়াসিম কিন্তু সাফ সাফ বিরাট কোহলিকেই (Virat Kohli) বিশ্বের সেরা ব্যাটার হিসাবে বেছে নিলেন। তিনি বলেন, 'সম্প্রতি বিরাট কোহলি পাকিস্তানের বিরুদ্ধে ভারতকে ম্যাচ জিতিয়েছেন। তাই ওঁর বিরুদ্ধে নেটে বল করার সুযোগ পেয়ে দারুণ লাগছে। ওঁ বিশ্বের সেরা ব্যাটার। বিরাট কোহলি আমাকে ভবিষ্যতের জন্য শুভেচ্ছা জানান। ওঁর মতো একজন ব্যাটারের কাছ থেকে প্রশংসা শুনে আমি আপ্লুত।'


২৭ বছর বয়সি ইরফান ভারতের নেটে বিরাট কোহলি, দীনেশ কার্তিক, ঋষভ পন্থের বিরুদ্ধে বল করেন বলে জানান তিনি। নেট পিচের বাউন্সের সাহায্য নিয়ে নিজের বোলিংয়ে বিরাটদের বেশ চাপে ফেলেন ইরফান। অনুশীলন শেষে পাকিস্তানি বংশোদ্ভূত বোলারের বেশ প্রশংসাও শোনা যায় রোহিত, বিরাটদের গলায়।


সিডনিতে ভারতের অনুশীলন


পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে রান পাননি রোহিত। তবে সিডনি ক্রিকেট মাঠের নেটে তাঁকে বেশ ভাল ছন্দেই দেখিয়েছে। রোহিতের ওপেনিং পার্টনার কেএল রাহুলও এদিন অনুশীলনে ঘাম ঝড়ান। তাঁর সঙ্গে গত ম্যাচের নায়ক বিরাট কোহলিকেও নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে। অনুশীলনে দীনেশ কার্তিক ও রাহুল, দলের দুই স্পিনার যুজবেন্দ্র চাহাল ও রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে ব্যাট করেন। কার্তিককে কোহলির পাশাপাশি থ্রো-ডাউনের বিরুদ্ধেও ব্যাট করতে দেখা গিয়েছে। গোটা অনুশীলনটাই প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের কড়া নজরদারিতে সম্পন্ন হয়।


ঋষভ পন্থও এদিন অনুশীলন করেন। তবে এদিন হার্দিক পাণ্ড্য, সূর্যকুমার যাদবরা অনুশীলন করেননি। বোলারদের মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে খেলা তিন পেসারের কেউই এদিন ভারতীয় অনুশীলনে উপস্থিত ছিলেন না। মহম্মদ শামি, অর্শদীপ সিংহ, ভুবনেশ্বর কুমাররাও হার্দিকদের মতোই এদিন বিশ্রাম করার সিদ্ধান্ত নেন। ম্যাচের আগে এখনও একদিন বাকি রয়েছে। কাল, বুধবার হয়তো শামিদের অনুশীলন করতে দেখা যাবে। 


আরও পড়ুন:  পরবর্তী ভারতীয় অধিনায়ক হিসাবে এই তারকাকে বেছে নিলেন তিন পাক প্রাক্তনী