কলম্বো: ১৯৮৬ সালের ১৮ এপ্রিল শারজায় অস্ট্রেল-এশিয়া কাপের ফাইনালে চেতন শর্মার শেষ বলে ছক্কা মেরে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের অন্যতম স্মরণীয় জয় এনে দিয়েছিলেন জাভেদ মিঁয়াদাদ। গতকাল কলম্বোয় বাংলাদেশের বিরুদ্ধে ত্রি-দেশীয় টি-২০ সিরিজের ফাইনালে শেষ বলে ছক্কা মেরে ভারতকে জিতিয়ে মিঁয়াদাদের মতোই নায়ক বনে গেলেন দীনেশ কার্তিক। একইসঙ্গে ৩২ বছরের পুরনো সেই ঘটনার স্মৃতি ফিরে এল। চেতনের মতোই অবস্থা হল সৌম্য সরকারের।


শারজার সেই ম্যাচে শেষ বলে জয়ের জন্য পাকিস্তানের দরকার ছিল চার রান। ইয়র্কার দেওয়ার চেষ্টা করেন চেতন। কিন্তু বলটি ফুলটস হয়ে যায়। ছক্কা মেরে পাকিস্তানকে জেতান মিঁয়াদাদ।

গতকাল কার্তিকের কাজ মিঁয়াদাদের তুলনায় কঠিন ছিল। কারণ, শেষ বলে জয়ের জন্য ভারতের দরকার ছিল পাঁচ রান। সৌম্যর বলে ছক্কা মারেন কার্তিক। এই ম্যাচে ভারত-পাক লড়াইয়ের মতো কৌলীন্য না থাকলেও, উত্তেজনার অভাব ছিল না। ম্যাচের শেষটা যেভাবে হল, সেটা টি-২০ ক্রিকেটের পক্ষে সেরা বিজ্ঞাপন হয়ে থাকতে পারে।