নয়াদিল্লি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবিআইয়ের নির্বাচক কমিটি। এই দল ঘোষণা নিয়ে ক্রিকেট মহলে জোর জল্পনা শুরু হয়েছে। দল বাছাইয়ে সবচেয়ে বড় চমক সম্ভবত দীনেশ কার্তিকের জায়গায় তরুণ উইকেটরক্ষক ঋষভ পন্তের অন্তর্ভূক্তি।
প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জেরেকর মনে করছেন, এভাবে আচকমকা বাদ পড়ায় কার্তিকের একদিনের ক্রিকেটারই খতম হয়ে গেল।
মঞ্জেরেকর বলেছেন, ওর অনুরাগীরা দুঃখিত হতে পারেন, কারণ যে সুযোগ ও পেয়েছে, তাতে যতটা পেরেছে ভালো করেছে। কিন্তু কার্তিককে দলে নেওয়া বা না নেওয়ার মাধ্যমে নির্বাচকরা জানিয়ে দিয়েছেন যে, আমরা কার্তিককে টি ২০ ব্যাটসম্যান হিসেবেই দেখছি।আমার মনে হয়, ওর ৫০ ওভার ম্যাচের ভবিষ্যত শেষ হয়ে গিয়েছে।
যদিও নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রসাদ জানিয়েছেন যে, বিশ্বকাপের আগে তরুণদের বেশি বেশি সুযোগ দেওয়াটাই তাঁদের লক্ষ্য। তিনি বলেছেন, আসন্ন বিরুদ্ধে সিরিজের আগে আমরা নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ খেলেছি। ঋষভ যেহেতু চারটি টেস্ট খেলেছিল, তাই ওকে বিশ্রাম দিতে চেয়েছিলাম। পরে ও ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে খেলেছে এবং ভালো পারফর্ম করেছে। এরপর ওকে তিনটি টি ২০ খেলতে পাঠানো হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে ওকে কয়েকটা একদিনের ম্যাচ খেলার সুযোগ দিতে চেয়েছি।
কার্তিকও আসন্ন আইপিএলে ভালো পারফর্ম করে নজর কেড়ে তাঁর বিশ্বকাপ দলে অন্তর্ভূক্তি সম্ভাবনা জোরাল করতে সচেষ্ট হবেন, একথা নিশ্চিতভাবেই বলা যায়।