দেখুন, দেওধর ট্রফি ফাইনালে এক হাতে দুরন্ত ক্যাচ দীনেশ কার্তিকের, ট্যুইটারে আলোড়ন
Web Desk, ABP Ananda | 04 Nov 2019 02:27 PM (IST)
আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৩ রান করে ‘ইন্ডিয়া বি’।
ছবি সৌজন্যে বিসিসিআই
রাঁচি: দেওধর ট্রফি ফাইনালে উইকেটের পিছনে দুরন্ত ফর্মে দীনেশ কার্তিক। ‘ইন্ডিয়া সি’-র হয়ে খেলতে নেমে বাংলার পেসার ঈশান পোড়েলের বলে দু’টি ক্যাচ নিলেন তিনি। এর মধ্যে পার্থিব পটেলের ক্যাচটি ক্রিকেটপ্রেমীদের মুগ্ধ করেছে। বাঁ দিকে শরীর ছুঁড়ে দিয়ে এক হাতে দুর্দান্ত ক্যাচ নেন কার্তিক। এই ক্যাচ ট্যুইটারে আলোড়ন ফেলে দিয়েছে। আজ টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮৩ রান করে ‘ইন্ডিয়া বি’। সর্বোচ্চ ৮৬ রান করেন কেদার যাদব। যশস্বী জয়সোয়াল করেন ৫৪ রান। বিজয় শঙ্কর করেন ৪৫ রান। কৃষ্ণাপ্পা গৌতম ১০ বলে তিনটি ছক্কা ও তিনটি বাউন্ডারির সাহায্যে ৩৫ রান করে অপরাজিত থাকেন। ঈশান ৪৩ রান দিয়ে ৫ উইকেট নেন। রান তাড়া করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ১০৫ রানে ৫ উইকেট হারিয়ে বিপাকে ‘ইন্ডিয়া সি’। কার্তিক মাত্র ৩ রান করেই আউট হয়ে গিয়েছেন।