কলকাতা: চোটের কারণে হচ্ছিল না প্রোদুনোভা প্র্যাক্টিস। কিন্তু, চোট সারিয়ে ফিরেই ফের তাঁর মুখে প্রোদুনোভা। যে মৃত্যু-ভল্টের হাত ধরে রিও অলিম্পিক্সে ইতিহাস গড়েছিলেন দীপা কর্মকার। শনিবার কলকাতায় এক অনুষ্ঠানে এসে তিনি বললেন, ছাড়বেন না প্রোদুনোভার হাত। চোট সেরেছে, রিহ্যাবও শেষ। ১ ডিসেম্বর থেকে শুরু করেছেন প্র্যাক্টিস। ১১ ডিসেম্বর যোগ দেবেন জাতীয় শিবিরে। তার আগে বলে গেলেন, হ্যান্ডস্প্রিং ৫৪০, সুকাহারার পাশাপাশি চালিয়ে যাবেন প্রোদুনোভা ভল্ট অনুশীলনও।


কয়েক মাস আগে লিগামেন্টে চোটের ফলে হয় অস্ত্রোপচার। তারপর, দীর্ঘদিন রিহ্যাবে ছিলেন দীপা। কঠিন সময় পেরোতে হয়েছে। কামব্যাকের জন্য নিজেকে তিলে তিলে গড়ে তুলেছেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে দেখে বারবার নিজেকে উদ্বুদ্ধ করেছেন ত্রিপুরার বাঙালি জিমন্যাস্ট। গত মরসুমে লিগামেন্টে একইরকম চোট ভুগিয়েছিল সিআরসেভেন-কে। তারপরই অবিশ্বাস্য কামব্যাক করেছেন তিনি। রোনাল্ডো ইউরো চ্যাম্পিয়ন করেন পর্তুগালকে। রোনাল্ডো পারলে আমি কেন পারব না? প্রশ্ন দীপার। তাঁর পাখির চোখ এখন কমনওয়েলথ গেমস। তবে সেখানে তিনি প্রোদুনোভা পারফর্ম করবেন কি না, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নেননি।