নয়াদিল্লি: শেষ পর্যন্ত কমনওয়েলথ গেমস থেকে সরেই যেতে হল জিমন্যাস্ট দীপা কর্মকারকে। রিও অলিম্পিক্সে চতুর্থ হয়ে ইতিহাস তৈরি করা জিমন্যাস্ট ৪-১৫ এপ্রিল অস্ট্রেলিয়ায় আগামী কমনওয়েল্থ গেমসে দেশের হয়ে নামছেন না। কোচ বিশ্বেশ্বর নন্দী জানিয়েছেন, কমনওলেথ গেমসে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রস্তুত নন দীপা।
এজন্য সোম ও মঙ্গলবার দিল্লিতে আসন্ন গেমসের জন্য জাতীয় দলের ট্রায়ালে নামেননি দীপা। বিশ্বেশ্বর নন্দী বলেছেন, দীপার পারফরম্যান্স এখনও কাঙ্খিত পর্যায়ে পৌঁছয়নি। তাই কোচ হিসেবে তাঁকে অস্ট্রেলিয়ায় না পাঠানোর সিদ্ধান্ত তিনি নিয়েছেন। কোচ বলেছেন, আমি দীপাকে বলেছি যে তোমার পারফরমম্যান্স যদি ভালো না হয় এবং কাঙ্খিত পর্যায়ে না পৌঁছয় তাহলে কমনওয়েলথ গেমসে খেলতে যাওয়ার কোনও অর্থ হয় না। আমি ওকে এশিয়ান গেমসের জন্য প্রস্তুতি নিতে বলেছি।
২০১৪-র কমনওয়েলথ গেম ও এশিয়ান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পেয়েছিলেন দীপা। প্রথম ভারতীয় মহিলা জিমন্যাস্ট হিসেবে এই নজির গড়েছিলেন ত্রিপুরার এই তরুণী।
২৪ বছরের দীপা পঞ্চম মহিলা হিসেবে সফলভাবে প্রাদুনোভা ভল্ট করতে সক্ষম হয়েছে। মহিলাদের জিমন্যান্সে এই ভল্টকেই সবচেয়ে বিপজ্জনক বলা হয়।
এশিয়ান চ্যাম্পিয়নশিপ ২০১৭-র প্রস্তুতির সময় হাঁটুতে চোট পেয়েছিলেন দীপা। এরপরই তাঁর অ্যান্টিরিওর ক্রুসিয়েট লিগামেন্ট সার্জারি হয়েছিল।