কিন্তু পদক জিততে না পারায় আক্ষেপ যাচ্ছে না দীপার। টুইটারে তিনি দুঃখপ্রকাশ করছেন। তিনি লিখেছেন, ১৩০ কোটি মানুষের কাছে আমি দুঃখিত। আমি এটা সম্ভব করতে পারলাম না। কিন্তু প্রচুর চেষ্টা করেছিলাম। সম্ভব হলে ক্ষমা করুন।
পরে আরও একটি টুইট করেন দীপা।
দীপার এই বার্তার পরই সোশ্যাল মিডিয়ায় আবেগের বিস্ফোরণ। দীপার পদক না পাওয়াটা কোনও ব্যর্থতা বলে মানতেই নারাজ ভারতবাসী। বরং সমস্বরে সবাই বলছেন, রিওতে দীপার পারফরম্যান্সের জন্য গর্বিত সারা দেশ।
অলিম্পিকে সোনার পদক জয়ী শ্যুটার অভিনব বিন্দ্রা বলেছেন, দীপা, তুমি আমার হিরো।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় টুইটারে লিখেছেন, আমরা তোমার জন্য গর্বিত। তোমার ঐতিহাসিক পারফরম্যান্স পরবর্তী প্রজন্মের ছেলে-মেয়েদের উদ্বুদ্ধ করুক।
প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগের ট্যুইট, মাঝরাতে আমরা জিমনাস্টিকের জন্য একসঙ্গে মিলে উচ্ছ্বাস ব্যক্ত করছিলাম। যে খেলার কোনও পরিকাঠামো এ দেশে নেই সেই খেলার জন্য আমরা অপেক্ষা করছিলাম। এজন্য তোমাকে ধন্যবাদ। আমরা গর্বিত।
শেখর কাপূর বলেছেন, এটা মেডেল জেতা বা না জেতার বিষয় নয়। এটা সমস্ত একমুখী চিন্তাভাবনা ঝেড়ে ফেলার বিষয়। তুমি দুরন্ত পারফর্ম করছ, আমাদের সবাইকে অনুপ্রাণিত করছে।
যোগেন্দ্র যাদব বলেছেন, দীপা এমন কথা বল না। আমরা তোমার জন্য গর্বিত। মিলখা সিংহও তো চতুর্থ হয়েছিলেন।
প্রাক্তন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অজয় মাকেন বলেছেন, আমরা তোমার জন্য গর্বিত। দুর্দান্ত কৃতিত্ব।
কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি বলেছেন , দীপা, তুমি আমাদের গর্বিত করেছ।
অরবিন্দ কেজরীবালের টুইট, দীপার জন্য প্রকৃতপক্ষেই গর্বিত।
সুদর্শন পট্টানায়েকের টুইট, আমরা তোমার জন্য গর্বিত। তোমাকে স্যালুট।