আগরতলা: হইচই পড়ে গিয়েছে সোমবার সন্ধ্যা থেকে। আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশনের ওয়েবসাইটে দীপা কর্মকারকে (Deepa Karmakar) নির্বাসিত হিসাবে দেখানো হয়। কিন্তু কী কারণে নির্বাসিত হতে হল ভারতের তারকা জিমন্যাস্টকে?


কারও কাছেই এ নিয়ে স্পষ্ট কোনও উত্তর নেই। দীপা রয়েছেন আগরতলাতেই। কিন্তু তিনি মোবাইল ফোন সুইচড অফ রেখেছেন। তাঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে আগরতলায় যাঁর হাত ধরে তাঁর উত্থান, প্রবীণ জিমন্যাস্টিক্স কোচ সেই বিশ্বেশ্বর নন্দী বলেছেন, 'জাতীয় শিবিরের অংশ না হওয়ার কারণে আগরতলাতেই আপাতত অনুশীলন করছে দীপা। আন্তর্জাতিক ফেডারেশনের এই সিদ্ধান্তে ও নিজেও অত্যন্ত অবাক হয়ে গিয়েছে। আমরাও হতবাক এই খবর শুনে। বোঝার চেষ্টা করছি, কেন আন্তর্জাতিক সংস্থা এই রকম একটা সিদ্ধান্ত নিল। ভারতীয় জিমন্যাস্টিক্স সংস্থা কিন্তু এই ব্যাপারে আমাদের এখনও কিছু জানায়নি। আমরা কিছু জানতে পারলে, তবেই আমরা এই বিষয়ে কিছু বলতে পারব।'


আচমকা কেন নির্বাসিত হলেন দীপা? ভারতীয় ক্রীড়ামহলে খোঁজ নিয়ে দু’রকম যুক্তি পাওয়া যাচ্ছে। একাংশ থেকে দাবি করা হচ্ছে, ডোপিং কেলেঙ্কারিতে জড়িয়ে নির্বাসিত হয়েছেন দীপা। আর এক অংশের দাবি, ডোপিং পরীক্ষার জন্য তাঁকে ডাকা হয়েছিল। কিন্তু হাজির হননি দীপা। সেই কারণে তাঁকে নির্বাসিত করা হয়েছে। যে যুক্তিই তুলে ধরা হোক না কেন, তার সপক্ষে কোনও তথ্য পেশ করতে পারছেন না। তাই এ নিয়ে রীতিমতো তোলপাড় চলছে ভারতীয় ক্রীড়ামহলে।


২০১৬ সালে রিও অলিম্পিক্সে (Rio Olympics 2016) প্রোদুনোভা ভল্টে আলোড়ন ফেলে দিয়েছিলেন ভারতের জিমন্যাস্ট দীপা কর্মকার (Dipa Karmakar)। এবার বাঙালি জিমন্যাস্টের ব্যাপারে বড় আপডেট দিয়ে সোমবার ঝড় তুলে দিল আন্তর্জাতিক জিমন্যাস্টিক্স ফেডারেশন ( International Gymnastics Federation)। সংগঠনের পক্ষ থেকে দীপার নামের পাশে জুড়ে দেওয়া হয়েছে 'সাসপেন্ডেড'! যা দেখে কার্যত হতবাক দীপা এবং তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী। যদিও দীপাকে আন্তর্জাতিক ফেডারেশনে কেন নির্বাসিত করল সে ব্যাপারে বিন্দুমাত্র ধারনাই নেই গুরু-শিষ্যার!