নয়দিল্লি: সচিনের দেওয়া উপহার ফিরিয়ে দিচ্ছেন জিমন্যাস্ট দীপা কর্মকার। রিও অলিম্পিকে দুর্ধর্ষ পারফরম্যান্সের জন্য জিমন্যাস্ট দীপা কর্মকারের হাতে উপহারস্বরূপ বিএমডব্লুর চাবি তুলে দিয়েছিলেন সচিন তেন্ডুলকর। সেই উপহারই ফেরত দিতে চলেছেন দীপা।


সূত্রের খবর, দীপা জানিয়েছেন, আগরতলার যেখানে তিনি থাকেন, সেখানে বিএমডব্লুর মতো গাড়ি রক্ষণাবেক্ষণ করা সহজ নয়। রাস্তা-ঘাট ভালো নয়, অপ্রশস্ত। ওই রাস্তায় বিএমডব্লু চালানো কষ্টকর। চালাতে অসুবিধা তো হচ্ছেই, প্রায়শই সমস্যা দেখা দিচ্ছে গাড়িতে। সারাতে খরচাও হচ্ছে অনেক। তাছাড়া আগরতলায় বিএমডব্লু-র কোনও সার্ভিস সেন্টারও নেই। তাই দীপা মনস্থ করেছেন ব্যয়বহুল গাড়িটি হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ভি চামুন্ডেশ্বরনাথকেই ফিরিয়ে দেবেন।

প্রসঙ্গত, অলিম্পিকে পদকজয়ী সাক্ষী মালিক, পিভি সিন্ধু এবং চতুর্থ স্থানাধিকারী দীপা কর্মকারকে সচিনের হাত দিয়েই উপহার দেয় হায়দরাবাদ ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন।

দীপার কোচ বিশ্বেশ্বর নন্দী, যিনি সম্প্রতি দ্রোণাচার্য সম্মানে ভূষিত হয়েছেন, তিনিও জানিয়েছেন দীপার এই সিদ্ধান্তে সমর্থন রয়েছে তাঁর এবং দীপার পরিবারেরও। তিনি জানিয়েছেন, এই নিয়ে ফেডারেশনের সঙ্গে কথাও হয়েছে তাঁদের। উপহার ফেরতের কথা তাঁরা জানিয়েছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ নিয়ে তাদের কোনও সমস্যা নেই। তাঁদের পরামর্শ দেওয়া হয়েছে, ওই পরিমান টাকা দীপার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়ার জন্য। নন্দী বলেন, যদি পুরো টাকা না-ও দেয়, এব্যাপারে তাঁরা যা সিদ্ধান্ত নেবেন, আমরা তাতেই খুশি।