বেসবল সংস্থার কর্তা জহর দাস বলেছেন, ‘দীপার সঙ্গে আমাদের কথা হয়েছে। বেসবলের প্রচারে ওর নাম, ছবি ব্যবহার করার অনুমতি দিয়েছে। কলকাতাতেও আসবে দীপা।’ জহর আরও বলেছেন, ২০১১ সালে তাঁরা সাফল্য পেয়েছিলেন। কিন্তু সেই সাফল্য ধরে রাখা যায়নি। তবে এবার নতুন করে সাফল্য পাওয়ার চেষ্টা শুরু করেছেন। সেই উদ্যোগে সামিল হচ্ছেন দীপা।
বাংলায় বেসবলের প্রচারে দীপা কর্মকার
Web Desk, ABP Ananda
Updated at:
17 Jun 2017 11:42 PM (IST)
NEXT
PREV
কলকাতা: জিমন্যাস্ট দীপা কর্মকারকে এবার দেখা যাবে নতুন ভূমিকায়। তিনি ও তাঁর কোচ বিশ্বেশ্বর নন্দী বাংলায় বেসবলের প্রচার করবেন। বেঙ্গল বেসবল অ্যাসোসিয়েশনের অ্যাম্বাসাডার হয়েছেন দীপা ও বিশ্বেশ্বর। শনিবার বাংলার বেসবল সংস্থার বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বেসবল সংস্থার কর্তা জহর দাস বলেছেন, ‘দীপার সঙ্গে আমাদের কথা হয়েছে। বেসবলের প্রচারে ওর নাম, ছবি ব্যবহার করার অনুমতি দিয়েছে। কলকাতাতেও আসবে দীপা।’ জহর আরও বলেছেন, ২০১১ সালে তাঁরা সাফল্য পেয়েছিলেন। কিন্তু সেই সাফল্য ধরে রাখা যায়নি। তবে এবার নতুন করে সাফল্য পাওয়ার চেষ্টা শুরু করেছেন। সেই উদ্যোগে সামিল হচ্ছেন দীপা।
বেসবল সংস্থার কর্তা জহর দাস বলেছেন, ‘দীপার সঙ্গে আমাদের কথা হয়েছে। বেসবলের প্রচারে ওর নাম, ছবি ব্যবহার করার অনুমতি দিয়েছে। কলকাতাতেও আসবে দীপা।’ জহর আরও বলেছেন, ২০১১ সালে তাঁরা সাফল্য পেয়েছিলেন। কিন্তু সেই সাফল্য ধরে রাখা যায়নি। তবে এবার নতুন করে সাফল্য পাওয়ার চেষ্টা শুরু করেছেন। সেই উদ্যোগে সামিল হচ্ছেন দীপা।
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -