মেলবোর্ন: নির্বাসন কাটিয়ে ৯ মাস পরে বিগ ব্যাশ লিগে খেলতে নেমে তৃতীয় বলেই আউট হয়ে গেলেন ক্যামেরন ব্যানক্রফট। তিনি মাত্র দু’রান করেন। পার্থ স্কর্চার্সের হয়ে হোবার্ট হারিকেনসের বিরুদ্ধে চার নম্বরে ব্যাট করতে নেমে প্রথম বল স্কোয়্যার লেগে পাঠিয়ে দু’রান নেন ২৬ বছর বয়সি এই ব্যাটসম্যান। পরের বলে তিনি কোনও রান করতে পারেননি। তৃতীয় বলে উইকেটের পিছনে ম্যাথু ওয়েডের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ব্যানক্রফট। এদিন রান না পেলেও দর্শকরা তাঁকে অভিবাদন জানিয়েছেন।

এই ম্যাচে ধারাভাষ্যকার হিসেবে থাকা রিকি পন্টিং বলেছেন, ‘ম্যাচের আগে আমি ব্যানক্রফটের সঙ্গে কথা বলেছিলাম। ও স্নায়ুর চাপে ভুগছিল। ও গত কয়েক মাস ধরে শুধু ক্লাব ক্রিকেট খেলেছে। তাই বিপক্ষের বোলাররা কেমন গতিতে বল করবে, সেটা নিয়ে ও চিন্তিত ছিল। ও আমাকে বলে, মনে হচ্ছে ওয়াকায় টেস্ট ম্যাচ হচ্ছে।’