বেলগ্রেড: নোভাক জকোভিচের পাশে দাঁড়িয়ে তাঁর করোনা ভাইরাস সংক্রমণের জন্য অপর এক টেনিস তারকা গ্রিগর দিমিত্রভকেই দায়ী করলেন বাবা-মা। ক্রোয়েশিয়ার একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জকোভিচের বাবা বলেছেন, ‘ নোভাক কেন করোনা আক্রান্ত হল? কারণ, কোথা থেকে জানি না, ওই ছেলেটা (দিমিত্রভ) রোগ বাঁধিয়ে এসেছিল। ও এখানে করোনা পরীক্ষা করায়নি। ও অন্য কোথাও পরীক্ষা করিয়েছিল। ও এটা একেবারেই ঠিক করেনি।’


বিশ্বের প্রথম টেনিস খেলোয়াড় হিসেবে করোনা আক্রান্ত হন দিমিত্রভ। তাঁর সঙ্গে একটি প্রতিযোগিতায় খেলেন জকোভিচ। এরপর তিনি ও তাঁর স্ত্রী করোনা আক্রান্ত হন। এর জন্য দিমিত্রভকেই দায়ী করে জকোভিচের বাবা বলেছেন, ‘ও ক্রোয়েশিয়া, সার্বিয়ার ক্ষতি করল। এই পরিস্তিতিতে কারও ভাল লাগছে না।’

মঙ্গলবার জানা যায়, বিশ্বের এক নম্বর টেনিস খেলোয়াড় জকোভিচ ও তাঁর স্ত্রী জেলেনা করোনা আক্রান্ত। তাঁদের ১৪ দিন আইসোলেশনে থাকতে হচ্ছে। যে প্রতিযোগিতায় যোগ দেওয়ার পরেই জকোভিচ এবং আরও দুই টেনিস খেলোয়াড় করোনা আক্রান্ত হয়েছেন, সেই প্রতিযোগিতায় সামাজিক দূরত্বের বিধি এবং অন্যান্য সতর্কতামূলক ব্যবস্থার তোয়াক্কা করা হয়নি। সবাই মাস্ক না পরেই একসঙ্গে অনুশীলন করেছেন, বাস্কেটবল খেলেছেন, পার্টিতে গিয়েছেন। করোনা আক্রান্ত হওয়ার পর অবশ্য সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে সবার কাছে ক্ষমা চেয়ে নিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখার আর্জি জানিয়েছেন জকোভিচ।

এই টেনিস তারকার মা জানিয়েছেন, ‘আমার ছেলে ও পুত্রবধূ ভাল আছে। তবে তীব্র সমালোচনার শিকার হয়ে ওরা দুঃখ পেয়েছে। ওদের নামে অনেক খারাপ কথা লেখা হচ্ছে। এর সঙ্গে অবশ্য আমরা অভ্যস্ত।’