কেপ টাউন: ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋষভ পন্থ একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে দলকে জেতালেও, আন্তর্জাতিক ক্রিকেটে কয়েক বছর কাটিয়ে ফেলার পরেও পরিণত হননি বলে দাবি অনেক প্রাক্তন ক্রিকেটারের। পন্থ অনেক সময়ই যেভাবে উইকেট ছুঁড়ে দিয়ে আসেন, তারই সমালোচনা করেন প্রাক্তন ক্রিকেটাররা। তাঁদের মতে, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী দলের কথা চিন্তা করে ব্যাটিং করেন না পন্থ। বরং তিনি নিজের মতো করেই ব্যাটিং করেন। তার খেসারত দিতে হয় দলকে।
জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসেই যেভাবে পন্থ আউট হয়েছেন, তার সমালোচনা করেছেন প্রাক্তন ক্রিকেটারদের অনেকেই। ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়ও বলেছেন, তিনি পন্থের সঙ্গে কথা বলবেন।
তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন স্পিনার ব্র্যাড হগের মতে, পন্থকে তাঁর মতো করে খেলতে দেওয়া উচিত। তাঁর মতে, পন্থের সঙ্গে শট খেলার বিষয়ে দ্রাবিড়ের কোনও কথা বলাই উচিত নয়।
নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করা একটি ভিডিওতে হগ বলেছেন, ‘ঋষভ পন্থের ব্যাটিং দেখা কখনও উপভোগ্য আবার কখনও অত্যন্ত বিরক্তিকর। কারণ, ও হয় বড় রান করে, না হলে বিবেচনাবোধ হারিয়ে দ্রুত প্যাভিলিয়নে ফিরে যায়। যেটা ও জোহানেসবার্গ টেস্টে করেছে। দলের যখন ওকে দরকার ছিল, তখন ও দ্রুত আউট হয়ে গিয়েছে। আমরা সবাই জানি ওর টেকনিক ভাল। ও চাপের মুখে ভাল খেলতে পারে। অস্ট্রেলিয়া সফরে গাব্বায় ও সেটা করেছে। তবে দক্ষিণ আফ্রিকা সফরে ও চাপের মধ্যে ভাল খেলতে পারছে না। ও ক্রিজ থেকে বেরিয়ে এসে শট খেলছে। ওকে দেখে মনে হচ্ছে রান করার জন্য মরিয়া হয়ে উঠেছে। ঋষভ পন্থকে এরকম অবস্থায় দেখতে আমরা অভ্যস্ত না।’
হগ আরও বলেছেন, ‘রাহুল দ্রাবিড় বলেছে, ও শট নির্বাচনের বিষয়ে পন্থের সঙ্গে কথা বলবে। আমার মনে হয়, ওর সেটা করা উচিত নয়। টেকনিক বা ট্যাকটিক্সের বিষয়ে পন্থকে কিছু বলা উচিত নয়। কারণ, ওর ভাল খেলার ক্ষমতা আছে। আমার মনে হচ্ছে, পন্থের মানসিক সমস্যা হচ্ছে। ওর উপর স্লেজিংয়ের প্রভাব পড়ছে কি না সেটা দেখা উচিত। ও যখন ছন্দে থাকে, তখন ওর মানসিকতা অন্যরকম থাকে। এখন মনে হচ্ছে ও নেতিবাচক মানসিক অবস্থায় আছে।’