কেপ টাউন: ভারতের বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টেস্টে জয় পাওয়ার পর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ডিন এলগার বলেছিলেন, ‘ওয়ান্ডারার্সে আমরা যে কাঠিন্যের পরিচয় দিয়েছি, তাতে ভারতীয় দলকে দেখে হতবুদ্ধি মনে হচ্ছিল। সেটা আমাদের কাজে লাগতে পারে। সেই পারফরম্যান্সের পুনরাবৃত্তি করতে না পারাটা আমাদের পক্ষে বোকামি হবে। পরের ম্যাচে আরও বেশি কাঠিন্যের পরিচয় দিতে পারলে আমাদের পক্ষে ভাল হবে।’


গতকাল অবশ্য কেপ টাউনে তৃতীয় টেস্টের প্রথম দিনের শেষদিকে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে মাত্র ৩ রান করেই আউট হয়ে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এরপর তাঁর সেই মন্তব্যকে কটাক্ষ করে গাওস্কর বলেছেন, ‘হাহাহা! হ্যাঁ, তোমরা যখন জেতো, তখন এ কথা বলতে পারো।’


গাওস্কর আরও বলেছেন, ‘আমার মনে হয়, ঋষভ পন্থের আউট হওয়া থেকেই এই ঘটনার সূত্রপাত। সেই সময় রেসি ভ্যান ডার ডুসেন ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করছিল। তারপর (কাগিসো) রাবাডার একটা বল ওর গলা পর্যন্ত লাফিয়ে ওঠে। একজন বোলার চায়, ব্যাটসম্যান তার স্বাভাবিক খেলার বদলে অন্যরকম খেলুক।’


জোহানেসবার্গ টেস্টে দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংসে পন্থের একটি বিতর্কিত ক্যাচ নিয়ে ঝামেলার শুরু। ডুসেনের ক্যাচ নিয়েছিলেন পন্থ। পরে যখন তিনি ব্যাটিং করতে যান, তখন ডুসেন তাঁকে স্লেজিং করেন। এরপর মাথা গরম করে কভারের উপর দিয়ে বাউন্ডারি মারার চেষ্টা করেন পন্থ। তার ফলেই তিনি আউট হয়ে যান। ভারত সেই ম্যাচ ৭ উইকেটে হেরে যায়।


গতকাল থেকে শুরু হয়েছে তৃতীয় টেস্ট ম্যাচ। প্রথম দিন অধিনায়ক বিরাট কোহলির ৭৯ রানের অসাধারণ ইনিংস সত্ত্বেও ভারতীয় দল ২২৩ রানে অলআউট হয়ে গিয়েছে। দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ১ উইকেটে ১৭। আজ দ্বিতীয় দিন ভারতের বোলারদের পরীক্ষা। দক্ষিণ আফ্রিকার প্রথম ইনিংস দ্রুত শেষ করতে পারলে ভারতের সামনে ম্যাচ ও সিরিজ জয়ের সুযোগ থাকবে।