জয়পুর: আইপিএলে অধিনায়ক হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্ব সামলাচ্ছেন রাজস্থান রয়্যালস (Rajasthan Royals) শিবিরের। গত বছর দলকে ফাইনালেও তুলেছিলেন। যদিও রানার্স আপ হয়েই থাকতে হয় রাজস্থানকে। কিন্তু স্য়ামসনের (Sanju Samson) নেতৃত্বের ক্ষমতা প্রশংসা কুড়িয়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। আইপিএলে ছন্দে রয়েছেন ব্যাট হাতেও। তবে এই টুর্নামেন্টে ভাল খেললে বা রাজস্থানকে আইপিএল চ্য়াম্পিয়ন করার পর জাতীয় দলে কি প্রত্যাবর্তন করতে পারবেন কেরলের এই উইকেটকিপার ব্য়াটার? প্রাক্তন জাতীয় নির্বাচক শরনদীপ সিংহ অবশ্য মনে করেন আইপিএলের পারফরম্যান্স স্য়ামসনের জাতীয় দলে প্রত্যাবর্তনে কোনও প্রভাব ফেলবে না।


কী বলছেন প্রাক্তন জাতীয় নির্বাচক?


প্রাক্তন জাতীয় নির্বাচক শরনদীপ সিংহ বলছেন, ''আমি নির্বাচক থাকার সময় টি-টোয়েন্টিতে ওপেনার হিসেবে জাতীয় দলে সুযোগ পেয়েছিল সঞ্জু। আমরা তাঁকে কিছু সুযোগ দেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু সেই সময় সঠিক পারফরম্যান্স করতে পারেনি সে। মিডল অর্ডারে ও খেলেছে। আর সেখানে ভাল পারফর্ম করেছে। কিন্তু সেই সময় আরও উইকেট কিপার ব্য়াটার ছিল, যাঁরা ভাল পারফর্ম করেছিল।'' 


এই মুহূর্তে শরনদীপ আইপিএলের ধারাভাষ্যকারের কাজ করছেন। তিনি আরও বলেন, ''পন্থ দ্বিশতরান হাঁকিয়েছিল। ঈশান কিষাণও ভাল খেলছিল। কার্তিক গত বছর কামব্যাক করল। এই পরিস্থিতিতে পর্যাপ্ত সুযোগ হয়ত স্যামসন পায়নি আর। তবে আমি মনে করি না যে আইপিএল জিতলেও এই ছবিটা তেমন কিছু বদলাবে বলে। অধিনায়ক হিসেবে আইপিএল জিততেই পারে স্যামসন। কিন্তু পর্যাপ্ত রানও সেক্ষেত্রে এই মরসুমে ওকে করতে হবে। যদি এক মরসুমে ৭০০-৮০০ রান করতে পারে, তবে নিঃসন্দেহে ওর ডাক আসবে।''


রাজস্থান বধ লখনউয়ের


ষোড়শ আইপিএলে একের পর এক ম্যাচের ফয়সালা হচ্ছে শেষ ওভারে। বুধবার রাজস্থান রয়্যালস বনাম লখনউ সুপার জায়ান্টস (RR vs LSG) ম্যাচেও সেই ছবি বদলাল না। প্রথমে ব্য়াট করে লখনউ তুলেছিল ১৫৪/৭। যে স্কোর দেখে সকলে ধরেই নিয়েছিলেন যে, ম্যাচ জিতবে রাজস্থান। মরুরাজ্যের শুরুটাও হয়েছিল দারুণ ভাবে। ১১.৩ ওভারে ৮৭ রান যোগ করে ফেলেছিলেন দুই ওপেনার যশস্বী জয়সবাল ও জশ বাটলার। 


কিন্তু তারপরই লখনউ বোলারদের প্রত্যাঘাত। ২০ ওভারে ১৪৪/৬ স্কোরে আটকে গেল রাজস্থান রয়্যালস। ঘরের মাঠে হার মানতে হল সঞ্জু স্যামসনদের। মাত্র ১০ রানে ম্যাচ জিতে নিল কে এল রাহুলের লখনউ সুপার জায়ান্টস।