নয়াদিল্লি: টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় দলের খারাপ পারফরম্যান্সের পরই সমালোচনার ঝড় উঠেছে চারিদিক থেকে। প্রাক্তন ক্রিকেটার থেকে শুরু করে সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছে টিম বিরাটকে (virat kohli)। বিশেষ করে বিরাট কোহলির অধিনায়কত্ব, শাস্ত্রীর কোচিং, একাদশ বাছাইয়ে টিম ম্যানেজমেন্টের ভুল সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠেছে। গ্রুপ পর্ব থেকেই বিশ্বকাপকে (t20 wc) বিদায় জানাতে হয়েছে বিশ্বের সবচেয়ে ধনী বোর্ডের ক্রিকেট দলকে। সোশ্যাল মিডিয়ায় ক্রমেই ক্ষোভ উগরে দিয়েছেন ভারতীয় ক্রিকেট (india cricket) প্রেমীরা। তবে কঠিন সময়ে সমর্থকদের উদ্দেশে বার্তা দিলেন গৌতম গম্ভীর (gautam gambhir)। প্রাক্তন ভারতীয় ওপেনার জানিয়েছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্স দিয়ে যেন গোটা দলকে বিচার না করে কেউ। 


এক সাক্ষাৎকারে গৌতম বলেন, 'এটা সত্যি যে আমরা সবাই হতাশ। একজন স্পোর্টস পার্সন হিসেবে কখনওই অন্য দলের দিকে তাকিয়ে থাকাটা উচিত নয় টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠার জন্য। ভারত একটা চ্যাম্পিয়ন দল। ওরা নিজেরা পরিশ্রম করে। কখনও আফগানিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে থেকে নিজেদের বিশ্বকাপ ভাগ্য নির্ধারন করাটাকে সমর্থন করি না।


২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য গম্ভীর আরও বলেন, 'তবে আমি সব ভারতীয় সমর্থকদের এখনও বলব যে একজন ভারতীয় ক্রিকেট সমর্থক হিসেবে নিজেকে গর্ববোধ করুন। যদি শুধুমাত্র টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে ভারতীয় দলকে বিচার করি, তবে তা কখনওই ঠিক কাজ হবে না। এটা সত্যি যে আমরা পাকিস্তানের বিরুদ্ধে হেরে গিয়েছি। এটা ঠিক যে আমরা নিউজিল্যান্ডের বিরুদ্ধে স্ট্র্যাটেজি কষতে পারিনি ঠিকভাবে। আমাদের প্রতিবেশি দেশ আজ সেমিফাইনালে, কিন্ত আমরা নই। তবে এটাও ভুলে গেলে হবে না যে এই ভারতীয় দলই অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জিতে এসেছে। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩ ফর্ম্যাটেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে তাদেরই ঘরের মাঠে অসমাপ্ত টেস্ট সিরিজে আমরা ২-১ ব্য়বধানে এগিয়ে। তাই এই দলের সাফল্যকে কোনওভাবেই ছোট করা যাবে না।'


উল্লেখ্য, স্কটল্যান্ড ও আফগানিস্তানের বিরুদ্ধে জয় পেলেও পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে হারের ফলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। আজ টুর্নামেন্টে নিজেদের শেষ ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে খেলতে নামবে রোহিতরা। 


আরও পড়ুন: বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আজ নামিবিয়ার মুখোমুখি বিরাটরা, কখন, কোথায় দেখবেন খেলা?