নয়াদিল্লি: সাদা টপ আর জিন্সে স্ক্রিনে এলেন নাতাশা, উল্টোদিক থেকে ছোট্ট অগস্ত্যকে কোলে নিয়ে এলেন হার্দিক। তারপরেই শুরু নাচ। অভিনেত্রী স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে পা মেলালেন ইন্ডিয়ান অলরাউন্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হার্দিক নাতাশার ডোন্ট রাশ চ্যালেঞ্জে নাচের ভিডিও।
Don't Rush Challenge: কোলে অগস্ত্য, নাতাশার সঙ্গে পাল্লা দিয়ে নাচ হার্দিকের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Mar 2021 12:01 AM (IST)
সাদা টপ আর জিন্সে স্ক্রিনে এলেন নাতাশা, উল্টোদিক থেকে ছোট্ট অগস্ত্যকে কোলে নিয়ে এলেন হার্দিক। তারপরেই শুরু নাচ। অভিনেত্রী স্ত্রীর সঙ্গে পাল্লা দিয়ে পা মেলালেন ইন্ডিয়ান অলরাউন্টার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হার্দিক নাতাশার ডোন্ট রাশ চ্যালেঞ্জে নাচের ভিডিও।
নাতাশা-হার্দিক