নয়াদিল্লি: টেস্টে এই মুহূর্তে এক নম্বর বোলার রবিচন্দ্রন অশ্বিনের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর মতে, ‘শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ভাল পিচে অশ্বিন বা রবীন্দ্র জাডেজা প্রতিদিন পাঁচ উইকেট নেবে এটা আশা করা ভুল। রাজকোটে যে ধরনের পিচ হয়েছে সেখানে প্রথম দিন ফাস্ট বোলারদের ভাল পারফরম্যান্স দেখানো উচিত। এই কারণেই আমি ভারতে ভাল পিচ করার কথা বলছি। সেটা হলেই বিদেশে কীভাবে খেলতে হয় সেটা শিখতে পারবে ভারতীয় ক্রিকেটাররা।’


আরও পড়ুন, উইকেট নেওয়ার দায়িত্ব একার নয়, অশ্বিনের পাশে দাঁড়িয়ে জাডেজা

সৌরভ বুঝিয়ে দিয়েছেন, রাজকোটে ভারতের তিন পেসার মহম্মদ শামি, উমেশ যাদব ও ইশান্ত শর্মার পারফরম্যান্সে সন্তুষ্ট নন তিনি। ভারতের অন্যতম সফল অধিনায়ক বলেছেন, ‘গত বছর দক্ষিণ আফ্রিকা এবং ২০১৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারত যে পিচে খেলেছিল, তা একেবারেই টেস্ট ম্যাচের উপযুক্ত ছিল না। কিন্তু ভারত যদি ভাল পিচে পাঁচটি টেস্ট খেলে এবং কোচ অনিল কুম্বলে শামি, যাদব ও ইশান্তকে দিয়ে প্রথম দিনই তিন উইকেট তুলে নিতে পারেন, তাহলে ভারত আরও ভাল টেস্ট দল হয়ে উঠবে। অশ্বিন বা জাডেজা ফ্ল্যাট পিচে ভাল দলের বিরুদ্ধে পাঁচ উইকেট নেবে এটা আশা করা উচিত নয়। একবার-দু বার হতে পারে। কিন্তু সব ম্যাচে সম্ভব নয়।’

হরভজন সিংহের সুরেই সৌরভ বলেছেন, প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করবে এমন পিচ তৈরি করা উচিত নয়। তিন দিনেই টেস্ট ম্যাচ শেষ হয়ে যাওয়া ভারতের তরুণ দলের পক্ষে ভাল হবে না। পাঁচ দিন খেলা হওয়া উচিত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইডেন টেস্টে ভারতের অধিনায়ক বিরাট কোহলি ঘূর্ণি উইকেট না চাওয়ায় খুশি সিএবি সভাপতি। তাঁর মতে, দেশের সর্বত্র ভাল পিচ হওয়া উচিত। কোথাও আন্ডার প্রিপেয়ার্ড পিচ হওয়া উচিত নয়।