আবু ধাবি: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে অত্যন্ত দায়সারাভাবে রান আউট হওয়ার জন্য লজ্জিত পাকিস্তানের অভিজ্ঞ ব্যাটসম্যান আজহার আলি। তাঁর আশঙ্কা, ১০ বছরের ছেলে ইবতিসামও এই রান আউট নিয়ে ব্যঙ্গ করবে।
গতকাল ৬৪ রান করার পর অদ্ভুতভাবে রান আউট হন আজহার। পিটার সিডলের একটি বল থার্ড ম্যান বাউন্ডারির দিকে ঠেলে দিয়ে তিনি মাঝ পিচে দাঁড়িয়ে নন-স্ট্রাইকার আসাদ শফিকের সঙ্গে কথা বলতে থাকেন। তাঁরা ভেবেছিলেন, বলটি বাউন্ডারি লাইন পেরিয়ে গিয়েছে। কিন্তু মিচেল স্টার্ক বাউন্ডারি লাইনের কাছ থেকে বলটি ধরে উইকেটকিপার টিম পেইনের দিকে ছুঁড়ে দেন। রান আউট হয়ে হতবাক হয়ে যান আজহার।
এই আউট প্রসঙ্গে পাকিস্তানের এই ব্যাটসম্যান বলেছেন, ‘আমার ছেলে দীর্ঘদিন ধরে এটা নিয়ে মজা করবে। যখনই আমি ক্রিকেট নিয়ে কিছু বলব, ও নিশ্চয়ই এই প্রসঙ্গ তুলবে। আমি আসাদের সঙ্গে আলোচনা করছিলাম, বল একটু দেরিতে স্যুইং করছে। আমরা বুঝতেই পারিনি কী হচ্ছে। স্টার্ক যখন বল ছুঁড়ে দেয়, তখনও আমরা কিছু বুঝিনি। বলটি যখন উইকেটকিপারের হাতে আসে, তখন আমরা বুঝতে পারি মজার ঘটনা ঘটতে চলেছে। ফাস্ট বোলারের বলে যেভাবে শটটি খেলেছিলাম, আমি ভেবেছিলাম বাউন্ডারি হয়ে যাবে। কিন্তু এই আউটের কোনও অজুহাত নেই। সেই মুহূর্তে প্রচণ্ড আঘাত পেয়েছিলাম। পরে ড্রেসিংরুমে সবাই ব্যঙ্গ করছিল।’
আমার ছেলেও ব্যঙ্গ করবে, লজ্জাজনক রান আউট প্রসঙ্গে বলছেন আজহার আলি
Web Desk, ABP Ananda
Updated at:
19 Oct 2018 04:58 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -