মোহালি: জাতীয় দল হোক বা চেন্নাই সুপার কিংস, ৩৬ বছর বয়সেও প্রধান ভরসা মহেন্দ্র সিংহ ধোনিই। তিনি যতক্ষণ ক্রিজে, ম্যাচের যে পরিস্থিতিই থাকুক না কেন, জয়ের আশায় থাকে দল। যেমন ব্যাট হাতে, তেমনই উইকেটের পিছনেও সমান দক্ষ ধোনি। গতকাল কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে পিঠে ব্যথা নিয়েও তিনি যে পারফরম্যান্স দেখিয়েছেন, তাতে মুগ্ধ ক্রিকেটবিশ্ব।


ধোনি নিজেও এই ইনিংস খেলতে পেরে খুশি। তিনি বলেছেন, ‘পিঠের অবস্থা খুব খারাপ। তবে ঈশ্বর আমাকে অনেক শক্তি দিয়েছেন। আমাকে পিঠ ব্যবহার করতে হয় না, হাতই যথেষ্ট।’

গতকাল ৪৪ বলে ৭৯ রান করে অপরাজিত থাকেন ধোনি। ম্যাচের শেষ বলেও ছক্কা মারেন তিনি। তবে দলকে জেতাতে পারেননি। যদিও ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছেন চেন্নাইয়ের অধিনায়ক। তিনি পিঠের ব্যথা সম্পর্কে বলেছেন, ‘আমি জানি ঠিক কী হয়েছে। যখন চোটের বিষয়টি স্পষ্ট হয়ে যায়, তখন আর সেটিকে খুব খারাপ বলা যায় না।’