মেয়ে আমাকে হয়ত ঠিকমতো চেনেই না:ধোনি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2016 03:59 AM (IST)
হারারে: জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের পর লম্বা ছুটিতে ভারতের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। সময়টা কীভাবে কাটাবেন ক্যাপ্টেন কুল? এর জবাবে দিতে গিয়ে মজা করলেন মাহি। এমনিতেই তাঁর রসবোধ নিয়ে সংশয় কারুর নেই। গতকাল হারারাতে একদিনের সিরিজে জিম্বাবোয়েকে হোয়াইট ওয়াশের পর ধোনি বললেন, এবার মেয়েকে অনেক বেশি সময় দিতে চান তিনি। জিম্বাবোয়ে সফরের পর আবার অক্টোবরে ভারতীয় দলের জার্সি পরবেন মাহি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবেন তিনি। তার আগে দীর্ঘ অবসর। ধোনি বললেন, দীর্ঘদিন পর এতটা লম্বা ছুটি পাওয়া যাবে। জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলার পর বেশ কিছুদিন ক্রিকেট থেকে দূরে থাকব। আমার মেয়ে (দেড় বছরের জিভা) আমাকে ঠিকমতো চিনতে পারে বলে মনে করি না। এবার ওকে বোঝাব যে, আমি ওর বাবা।সেই সঙ্গে পরিবারের সঙ্গেও সময় কাটাব। জিম্বাবোয়েতে দলের বোলারদের পারফরম্যান্সে খুশি ধোনি। তিনি বলেছেন, বোলাররা পরিকল্পনামাফিক বল করেছে। ফাস্ট বোলার ও স্পিনাররা উইকেট নিয়েছে এবং বিপক্ষের ওপর চাপ তৈরি করেছে।