ম্যাঞ্চেস্টার: আগামীকালের ম্যাচের আগে ভারতীয় দলকে সতর্ক করে দিচ্ছেন দুই প্রাক্তন অধিনায়ক সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁদের দু’জনেরই মতে, ভারত-পাকিস্তান ম্যাচ ক্রিকেটের চেয়েও বেশি কিছু। পাকিস্তানকে হাল্কাভাবে নিলে চলবে না। নিজেদের সেরা খেলা খেলতে হবে ভারতীয় ক্রিকেটারদের।


বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেলের বিশেষজ্ঞ হিসেবে সৌরভ বলেছেন, ‘ভারতীয় দলকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। ম্যাচের আগে নিজেদের ফেভারিট ভাবলে হবে না। ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত সেটাই করেছিল। পাকিস্তান সহজেই সেই ম্যাচ জিতে নেয়।’

সচিন বলেছেন, ‘পাকিস্তান সবসময়ই বিপজ্জনক দল। ওরা কেমন খেলবে সে বিষয়ে কিছু আন্দাজ করা যায় না। তাই পাকিস্তানকে হাল্কাভাবে নেওয়া উচিত নয় ভারতীয় দলের। ১০০ শতাংশ নিশ্চিত হয়ে এবং ঠিকমতো পরিকল্পনা করেই সব পদক্ষেপ নিতে হবে।’