দুবাই: রবিচন্দ্রণ অশ্বিনের মুকুটে জোড়া পালক। একইধারে বছরের সেরা ক্রিকেটার ও সেরা টেস্ট ক্রিকেটারের শিরোপা জিতলেন এই অল-রাউন্ডার।


আইসিসি বর্ষসেরা পুরস্কারে অশ্বিনের জয়জয়কার। এদিন তৃতীয় ভারতীয় হিসেবে স্যর গারফিল্ড সোবার্স ট্রফি জেতেন অফ-স্পিনার। এর আগে রাহুল দ্রাবিড় (২০০৪) এবং সচিন তেন্ডুলকর (২০১০) এই বিশেষ পুরস্কার জিতেছিলেন। সব মিলিয়ে অশ্বিন হলেন দ্বাদশ ক্রিকেটার যিনি এই ট্রফি জিতলেন।


২০১৬ সালে দুর্ধর্ষ পারফরম্যান্সের দৌলতে এদিন আইসিসি-র বছরের সেরা ক্রিকেটার ও সেরা টেস্ট ক্রিকেটারের শিরোপা পান অশ্বিন। এক্ষেত্রে তিনি হলেন দ্রাবিড়ের পর দ্বিতীয় ভারতীয় যিনি একই বছর এই জোড়া স্বীকৃতি পেলেন। ২০০৪ সালে দ্রাবিড় প্রথম ভারতীয় হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।


ভোটিং পিরিয়ডের সময় (অর্থাৎ ২০১৫ সালের ১৪ সেপ্টেম্বর থেকে ২০১৬ সালের ২০ সেপ্টেম্বর) ৩০-বছরের অশ্বিন আটটি টেস্টে ৪৮ উইকেট নেন। একইসঙ্গে ৩৩৬ রানও করেন। পাশাপাশি, ১৯টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ২৭ উইকেটও তোলেন অশ্বিন। শুধু তাই নয়, ২০১৫ সাল আইসিসি .... তিনি এক নম্বর টেস্ট বোলার ছিলেন। চলতি বছরেও তিনি শীর্ষস্থান ধরে রাখেন।


সোবার্সের নামাঙ্কিত পুরস্কার জয়ের পর প্রতিক্রিয়া জানাতে গিয়ে অশ্বিন বলেন, এই বিরল সম্মান পেয়ে আমি অভিভূত। এটা ভেবে সত্যি ভাল লাগছে সচিন তেন্ডুলকর ও রাহুল দ্রাবিড়ের পদানুসরণ করার সুযোগ পেয়েছি। একইভাবে, বর্ষসেরা ক্রিকেটার পুরস্কারের ক্ষেত্রেও দ্রাবিড়ের পদানুসরণ করেছেন। এটাও গর্বের বিষয়।


অশ্বিন জানান, এই জয়ের জন্য তিনি অনেকের কাছে কৃতজ্ঞ। তিনি মনে করেন, গত ২ বছর ধরেই তাঁর পারফরম্যান্স ভাল হয়েছে। তবে, এবছরটা স্পেশাল। অফ-স্পিনার জানান, তিনি এই পুরস্কার নিজের পরিবারকে উৎসর্গ করতে চান। বলেন, আমাকে নির্বাচিত করার জন্য আইসিসি এবং আমার সতীর্থদের ধন্যবাদ। আমি সাপোর্ট স্টাফদের ধন্যবাদ জানাতে চাই।


এদিন টেস্ট অধিনায়ক বিরাট কোহলিরও ভূয়সী প্রশংসা করেন অশ্বিন। বলেন, মহেন্দ্র সিংহ ধোনি অবসর (টেস্ট) নেওয়ার পর থেকে কোহলির নেতৃত্বে দলে একটা নতুন বদল এসেছে। অশ্বিনের এই জয়ে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন আইসিসি চিফ একজিগিউটিভ ডেভ রিচার্ডসন।