দুবাই : সারা বছর জুড়ে টেস্ট ক্রিকেটে বিরাট কোহলির চোখধাঁধানো পারফম্যান্স ক্রিকেট বিশেষজ্ঞদের নজর কেড়েছে। কিন্তু বিস্ময়করভাবে আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে রাখা হল না বিরাট কোহলিকে। যদিও ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার একদিনের অল-স্টার দলের অধিনায়ক করা হয়েছে কোহলিকে। এই দলে জায়গা হয়েছে আরও দুই ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজার। আইসিসি-র বারো সদস্যের দলে রয়েছেন দক্ষিণ আফ্রিকার চার ও অস্ট্রেলিয়ার তিন ক্রিকেটার। ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ থেকে রয়েছেন একজন করে। দক্ষিণ আফ্রিকার চার ক্রিকেটার হলেন এবি ডিভিলিয়ার্স, উইকেটরক্ষক-ব্যাটসম্যান কুইন্টন ডি কক, পেসার কাসিগো রাবাদা এবং লেগস্পিনার ইমরান তাহির। দলের তিন অসি খেলোয়াড় হলেন ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, মিচেল স্টার্ক। ইংল্যান্ডের জোস বাটলার ও ক্যারিবিয়ান স্পিনার সুনীল নারাইনকে দলে রাখা হয়েছে। এই দলের অধিনায়ক ভারতের একদিন ও টি-২০ দলের সহ অধিনায়ক কোহলি।
কিন্তু তাঁকে টেস্ট দলে না রাখা নিয়ে বিস্ময় দেখা দিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্যসমাপ্ত পাঁচ ম্যাচের সিরিজে কোহলির ব্যাট থেকে এসেছে ৬৫৫ রান। আইসিসি-র ঘোষিত টেস্ট দলে একমাত্র ভারতীয় রবিচন্দ্রন অশ্বিন। আর এই দলের নেতা হিসেবে ইংরেজ অধিনায়ক অ্যালেস্টার কুককে বেছে নেওয়া হয়েছে। দুই অসি ক্রিকেটার ওয়ার্নার ও স্টার্ক টেস্ট দলেও রয়েছেন। ২০১৬-র সেরা টেস্ট দলে আরও যাঁরা রয়েছেন তাঁরা হলেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন, ইংল্যান্ডের জো রুট, জনি বেয়ারস্টো (উইকেট-রক্ষক), বেন স্টোকস, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, অ্যাডাম ভোগস, দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন, শ্রীলঙ্কার বাঁহাতি পেসার রঙ্গনা হেরাত।
আইসিসি-র বর্ষসেরা টেস্ট দলে নেই বিরাট কোহলি!
ABP Ananda, web desk
Updated at:
22 Dec 2016 01:13 PM (IST)
NEXT
PREV
খেলা (sports) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -